আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ ডিসি রায়হান কবির

জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, আগামী জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।আইনশৃঙ্খলা বাহিনীর জন্য প্রশিক্ষণ, বডি ওর্ণ ক্যামেরা ক্রয়, প্রতিটি ভোটকেন্দ্রে বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিতকরণ সহ আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে সরকার এর পক্ষ থেকে। 

IBN-News-Logo-Blue
By
IBN News
WE Are love for news
ছবি: ভোটকেন্দ্র পরিদর্শনে নারায়ণগঞ্জ জেলাপ্রশাসক রায়হান কবির।

নারায়ণগঞ্জ সংবাদদাতা: ৯ ডিসেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার ছয়টি ভেন্যুর আওতাধীন ১৩ টি নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং কেন্দ্রগুলোর সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

এই সময় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, আগামী জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।আইনশৃঙ্খলা বাহিনীর জন্য প্রশিক্ষণ, বডি ওর্ণ ক্যামেরা ক্রয়, প্রতিটি ভোটকেন্দ্রে বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিতকরণ সহ আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে সরকার এর পক্ষ থেকে।

যেকোনো প্রস্তুতি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রশিক্ষণ অনস্বীকার্য। প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তাই সুষ্ঠু, নিরপেক্ষ, নিরাপদ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য প্রশিক্ষণ চলমান রয়েছে। যা আগামী জানুয়ারিতে সম্পূর্ণ শেষ হবে। তিনি বলেন, এ নির্বাচনে ভোটগ্রহণের সময় এক ঘন্টা বাড়ানো হয়েছে যা সকাল ৭:৩০টা থেকে শুরু হয়ে বিকাল ৪:৩০টা পর্যন্ত চলবে। তাই এবার সূর্যের আলো চলে গেলেও ভোট গণনা করতে হবে। সেজন্য সকল ভোটকেন্দ্রে যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকে সে ব্যবস্থা করা হবে।অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সকল আইনশৃঙ্খলা বাহিনী কে সর্বোচ্চ দায়িত্ববোধ দিয়ে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন। যাতে নারায়ণগঞ্জ জেলায় প্রতিটি ভোট কেন্দ্র সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করতে পারে ভোটাররা সেই ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন।

উক্ত পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার নারায়ণগঞ্জ; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ; কোম্পানি কমান্ডার, র‍্যাব; উপজেলা নির্বাহী কর্মকর্তা, নারায়ণগঞ্জ সদর; জেলা নির্বাচন কর্মকর্তা, নারায়ণগঞ্জ ; জেলা প্রশাসন এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Share This Article
Follow:
WE Are love for news
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version