সিডনিতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ৪০ মিনিটব্যাপী বক্তব্যে অস্ট্রেলিয়ায় বসবাসরত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সকল প্রবাসীদের শুভেচ্ছা জানান।

IBN-News-Logo-Blue
By
IBN News
WE Are love for news
সিডনির লাকেম্বায় ধাঁণসিড়ি রেস্তোরাঁর হলরুমে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ায় ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।

সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: গত ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার, সিডনির লাকেম্বায় ধাঁণসিড়ি রেস্তোরাঁর হলরুমে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার উদ্যোগে এক আলোচনা সভার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ, কলামিস্ট ও লেখক ড. কাইউম পারভেজ এবং সঞ্চালনা করেন মাকসুদুর রহমান সুমন চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ৪০ মিনিটব্যাপী বক্তব্যে অস্ট্রেলিয়ায় বসবাসরত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সকল প্রবাসীদের শুভেচ্ছা জানান। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠার ইতিহাস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশের জনগণের ভাগ্যোন্নয়নে দলটির অবদান তুলে ধরেন।শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রতিবারই সন্ত্রাস দমন, অর্থনীতির উন্নয়ন এবং দেশ পরিচালনায় সাফল্য অর্জন করেছে। তিনি ২০০১ সালে গ্যাস বিক্রির প্রস্তাব প্রত্যাখ্যানের কারণে ষড়যন্ত্রের শিকার হওয়ার কথা উল্লেখ করেন এবং ২০২৪ সালে ইউনুস সরকারের ষড়যন্ত্রমূলক ক্ষমতা দখলের সমালোচনা করেন। তিনি বর্তমান বাংলাদেশে সন্ত্রাস, অরাজকতা, নিরাপত্তাহীনতা ও অপরাধের বৃদ্ধির কথা তুলে ধরে সাবেক প্রধান নির্বাচন কমিশনার হুদার প্রতি অপমানের তীব্র নিন্দা জানান। তিনি জোর দিয়ে বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, স্বাধীনতা এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করেছে। তিনি জনগণের জীবনের অধিকার, শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্য বক্তার মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মোল্লা, চট্টগ্রাম সিটি কলেজের সাবেক নির্বাচিত ভিপি ও জিএস ইফতেখার উদ্দীন ইফতু, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি কৃষিবিদ আব্দুল জলিল, আওয়ামী লীগের উপদেষ্টা মুনীর হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক আইভী রহমান, এম আর আখতার মুকুলের কন্যা কবিতা পারভেজ, প্রবীণ নেতা এনায়েতুর রহমান বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, কৃষকলীগের সভাপতি শাহ আলম, ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অপু সারোয়ার, গোপালগঞ্জ এসোসিয়েশন অফ অস্ট্রেলিয়ার সভাপতি পল সি মধু, মোহামেডান জাতীয় দলের সাবেক ফুটবলার রেজাউল হাসান ভূট্রোসহ অনেকে।

অনুষ্ঠানের শুরুতে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ৬ দফা, ১১ দফা শিক্ষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ, ১৫ আগস্ট ১৯৭৫-এ বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যাকাণ্ড, ৩ নভেম্বর ১৯৭৫-এ জাতীয় চার নেতার হত্যা এবং ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।অনুষ্ঠানের সমাপ্তি ঘটে বিশাল কেক কাটার মাধ্যমে এবং অতিথিদের নৈশভোজে আপ্যায়ন করা হয়। সভাপতি ড. কাইউম পারভেজ সমাপনী বক্তব্যে সকলকে ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।

Share This Article
Follow:
WE Are love for news
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version