সমাজে কোটিপতি থাকা উচিৎ নয় : জোহরান মামদানি

মামদানি বলেন, ‘আমি মনে করি না আমাদের সমাজে কোটিপতি থাকা উচিৎ। কারণ, এটি অসমতার এক চরম রূপ। কোটিপতির ধারণা মানুষকে একদিকে বিপুল অর্থ অর্জনে সহায়তা করে, অন্যদিকে অনেককে দরিদ্র করে। আমাদের শহরে, রাজ্যে এবং গোটা দেশে আরও বেশি সমতা দরকার।

IBN-News-Logo-Blue
By
IBN News
WE Are love for news
চ‍্যানেল এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে জোহরান মামদানি।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়রপ্রার্থী ও ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট জোহরান মামদানি মনে করেন, সমাজে কোটিপতি থাকা উচিৎ নয়। কারণ, এটি অসমতার এক চরম রূপ। তিনি বলেন, ‘কোটিপতির ফলে একদিকে মানুষ বিপুল অর্থ অর্জন করে, অন্যদিকে অনেক মানুষ অভাবে থাকে।’ ২৯ জুন (রবিবার) এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। খবর বাপসনিউজ

চ‍্যানেল এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে উপস্থাপক ক্রিস্টেন ওয়েলকার তাকে প্রশ্ন করেন- আপনি নিজেকে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট বলেন। আপনি কি মনে করেন কোটিপতিদের থাকার অধিকার আছে?

উত্তরে মামদানি বলেন, ‘আমি মনে করি না আমাদের সমাজে কোটিপতি থাকা উচিৎ। কারণ, এটি অসমতার এক চরম রূপ। কোটিপতির ধারণা মানুষকে একদিকে বিপুল অর্থ অর্জনে সহায়তা করে, অন্যদিকে অনেককে দরিদ্র করে। আমাদের শহরে, রাজ্যে এবং গোটা দেশে আরও বেশি সমতা দরকার।

তিনি আরও বলেন, ‘আমি ধনীদের সঙ্গেও কাজ করতে প্রস্তুত, যেন আমরা সবাই মিলে একটি ন্যায়সঙ্গত শহর গড়ে তুলতে পারি।’

এই সপ্তাহে আমেরিকান রাজনীতি পর্যবেক্ষকদের চমকে দিয়ে মামদানি নিউইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক মনোনয়নের দৌঁড়ে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে পেছনে ফেলে এগিয়ে যান। নির্বাচিত হলে মামদানি হবেন নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম ও এশীয় বংশোদ্ভূত মেয়র।

এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে মামদানি বলেন, ‘নেলসন ম্যান্ডেলার ভাষায়: এটি সবসময়ই অসম্ভব মনে হয় যতক্ষণ না এটি হয়ে যায়। বন্ধুরা, এটি সম্পন্ন হয়েছে। আর আপনারাই এটি সম্ভব করেছেন। আমি গর্বিত নিউইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক মনোনীত প্রার্থী হতে পেরে।’

মিট দ্য প্রেস-এ তিনি আরও বলেন, নিউইয়র্কের প্রতি চারজনে একজন দারিদ্র্যের মধ্যে বাস করছে, আর বাকিরা রয়ে গেছে এক অনিশ্চয়তার জালে। এই শহরকে এমন হতে হবে, যা প্রতিদিনের পরিশ্রমে যারা এটি গড়ে তুলছে তাদের নাগালের মধ্যে থাকে।

Share This Article
Follow:
WE Are love for news
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version