জুন ১১, ২০২৬ -এ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাওয়া ২৩’তম আসরের ফিফা বিশ্বকাপ ফুটবলে প্রথমবারের মতো অংশ নেবে উজবেকিস্তান ও জর্ডান। সম্প্রতি অনুষ্ঠিত বাছাইপর্বের ম্যাচে দুটি দেশই তাদের গ্রুপ থেকে কোয়ালিফাই করে ইতিহাস গড়েছে। এছাড়া এশিয়ার শক্তিধর দল দক্ষিণ কোরিয়াও বিশ্বকাপে খেলার সুযোগ নিশ্চিত করেছে।
উজবেকিস্তান সংযুক্ত আরব আমিরাতের সাথে ০-০ গোলে ড্র করে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে। ৫৭তম র্যাঙ্কিং এই দলটি এর আগে কখনও বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি। ২০০৬ সালে বাহরাইনের সাথে বিতর্কিত প্লে-অফে হারার পর এবার তারা তাদের স্বপ্ন পূরণ করেছে।

জর্ডান ওমানের বিপক্ষে ৩-০ গোলে জয়লাভ করে কোয়ালিফাই করে। ২০১৪ সালে উরুগুয়ের কাছে প্লে-অফে হেরে তারা স্বপ্নভঙ্গের গ্লানি কাটিয়ে এবার ইতিহাস গড়েছে।

এশিয়ার অন্যান্য কোয়ালিফায়ার:
ইতিমধ্যে এশিয়া থেকে জাপান, ইরান ও দক্ষিণ কোরিয়া বিশ্বকাপের টিকেট পেয়েছে। দক্ষিণ কোরিয়া ইরাকের বিপক্ষে ২-০ গোলে জয়ী হয়ে টানা ১১তম বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে।
বিশ্বকাপ বাছাইপর্বের হালনাগাদ:
দক্ষিণ আমেরিকা: আর্জেন্টিনা ইতিমধ্যে কোয়ালিফাই করেছে
আফ্রিকা: এখনও কোনো দল নিশ্চিত করতে পারেনি
উত্তর আমেরিকা: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো স্বাগতিক হিসেবে অটোমেটিক কোয়ালিফায়ার
ইউরোপ: এখনও কোনো দল কোয়ালিফাই করেনি
২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে। উজবেকিস্তান ও জর্ডানের মতো নতুন দলের অংশগ্রহণ টুর্নামেন্টকে আরও রোমাঞ্চকর করে তুলবে। ফুটবল বিশ্বে নতুন এই অধ্যায় সত্যিই অভিনন্দনের দাবিদার।