বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার এবং সকল সহযোগী অংগসংগঠন সমুহের যৌথ উদ্যোগে রবিবার, ২২ জুন ২০২৫। খবর বাপসনিউজ
এ উপলক্ষে নিউইয়র্কের জ্যাকসন হাইস্টসে ডাইভার সিটি প্যাজায় ২২শে জুন রবিবার, বিকাল ৬ টায় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মোহাম্মদ ইউনূসসহ সরকারের সকলের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উদযাপিত হবে।
এরপর সন্ধ্যা ৮টায় ইটজি রেষ্টুরেন্টে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ভোররাত ১২টা এক মিনিট ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।
দলটির ৭৬তম বর্ষপূর্তী অনুষ্ঠান ও কর্মসূচীতে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী সবাইকে সাদর আমন্ত্রন জানানো হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার এবং সকল সহযোগী অঙ্গসংগঠন সমূহের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে।