বীর মুক্তিযোদ্ধা ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা শওকত আকবর রিচির সহধর্মিণী এবং আওয়ামী লীগ নেত্রী নিলুফার জোয়ার্দার (৬০) গত শুক্রবার, ৪ জুলাই ২০২৫, সকাল ১১:০০ টায় নিউইয়র্কের পেজবেটিরিয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই কন্যা, এক পুত্র, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। খবর বাপসনিউজ
নিলুফার জোয়ার্দারের মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আওয়ামী পরিবার, সহযোগী অঙ্গসংগঠন এবং প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, শিক্ষাবিদ, সাহিত্যিক, শিল্পী, কবি ও মানবাধিকার কর্মীরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।
শোক প্রকাশকারীদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন: বীর মুক্তিযোদ্ধা ও মানবাধিকার নেতা ক্যাপ্টেন আবু বক্কার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা প্রদীপ রঞ্জন কর, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এমএ সালাম, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, মানবাধিকার নেতা রমেশ নাথ, উপদেষ্টা জয়নাল আবেদীন, বিশিষ্ট সাংবাদিক এ জি এম সাজ্জাদ হোসেন, শাবান মাহমুদ, মানবাধিকার নেতা মাহবুবুর রহমান মিলন, নারী নেত্রী আইরিন পারভীন, প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, এডভোকেট শাহ মোহাম্মদ বখতিয়ার আলী, এমএ করিম জাহাঙ্গীর, সোলেমান আলী, বীর মুক্তিযোদ্ধা ফারুক হুসাইন, ইসমাইল খান আনসারী, খুরশিদ আনোয়ার বাবলু, সাঈদুর রহমান সাঈদ, গিয়াসউদ্দিন, টি. মোল্লা, সাংবাদিক হেলাল মাহমুদ, কবি এবিএম সালেহ উদ্দিন, মোঃ নাসির, ওসমান গণি, বিশ্বজিৎ সাহা, শেলী ভৌমিক, আয়েশা আক্তার রুবি, আরিফুর রহমান আরিফ, রুমানা আক্তার, কায়কোবাদ খান, আকতার হোসেন, আসাফ মাসুক, শাহাদত হোসেন, ইকবাল হোসেন, কামাল হোসেন, হুমায়ুন আহমেদ চৌধুরী, জিল্লুল করিম, ফিরোজ মাহমুদ, ফিরোজ আহমেদ কল্লোল, এবিএম মিজানুল হাসান, আবুল কাশেম ভূঁইয়া, শহিদুল ইসলাম, দেলওয়ার হোসেন মোল্লা, সোহেল চৌধুরী, জুয়েল আহমেদ, মোশাররফ হোসেন খান চৌধুরী, একে চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মুজিব, সাধারণ সম্পাদক শাহীন আজমল, যুগ্ম সম্পাদক দুলাল বিল্লাহ, আব্দুল ওয়াহাব তালুকদার, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান রফিক, সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন, শরিফ কামরুল হীরা, সাদেকুল বদরুজ্জামান পান্না, নুরুজ্জামান সর্দার, মো জুয়েল আহমেদ, সৈয়দ কিবরিয়া জামান, মিজানুর রহমান চৌধুরী, আতাউর রহমান তালুকদার, শারমিন তালুকদার, এম হাসান, হৃদয় মিয়া, গণেশ কীর্তনিয়া, আবু বক্কার তুষার, ফারুক আহমেদ প্রমুখ।
নিলুফার জোয়ার্দারের মৃত্যু যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার অবদান সবসময় স্মরণীয় থাকবে।