নিউইয়র্ক সিটি রিপোর্টার: গত শনিবার, ৬ সেপ্টেম্বর দুপুরে নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকার স্টার কাবাব রেস্টুরেন্টে জামাইকা ইন্টিগ্রেটেড বাংলাদেশি অফিসার্স নেটওয়ার্ক “জীবন” একটি আড়ম্বরপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) ডেপুটি ইন্সপেক্টর পদে পদোন্নতি প্রাপ্ত কারাম চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়। এই বিশেষ অনুষ্ঠানে জীবনের বোর্ড সদস্য এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি জীবনের ভাইস প্রেসিডেন্ট এম. ডি. হালিম এবং যুগ্ম সাধারণ সম্পাদক সরদার আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জীবনের মিডিয়া লিয়াজন পাপিয়া শারমিন, ইভেন্ট কো-অর্ডিনেটর পলাশ আহমেদ, কো-ট্রেজারার রাজীব ঘোষ, সহ-প্রতিষ্ঠাতা সরদার আল মামুন ও মেহেদী মামুন, ট্রেজারার পঙ্কজ রায়, কো-ট্রেজারার অনিক ইসলাম এবং উপদেষ্টা লেফটেন্যান্ট সাজেদুর রহমান, ড. ইসলাম, এম. ডি. হোসেন, দিদারুল হোসেন, রিয়েল এস্টেট ইনভেস্টর রাজীব হোসেন, আরিফ হোসেন এবং ইজাজ আহমেদ।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মূলধারার রাজনীতিবিদ ও ইমিগ্রান্টস ইন্টারন্যাশনাল সংগঠনের চেয়ারপারসন এবং কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী, বাপসনিউজের সম্পাদক ও জনপ্রিয় নিউজ পোর্টাল আইবিএন নিউজ এর প্রধান সম্পাদক সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ আমেরিকার সাধারণ সম্পাদক ও বাংলা ভিশন টিভির উত্তর আমেরিকা প্রতিনিধি এবং আইটি বিশেষজ্ঞ আহমেদ সোহেল, “ভালো” সংগঠনের প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহরিয়ার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট শোয়েব চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক ক্রীড়া সম্পাদক সৈয়দ এনায়েত আলী, ড. সুজাত খান, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রেসিডেন্ট ফখরুল ইসলাম দেলোয়ার, লেফটেন্যান্ট হাফিজ রহমান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও ইমিগ্রান্টস ইন্টারন্যাশনালের পরিচালক তরিকুল ইসলাম, জ্যামাইকা বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাব্বি সাঈদসহ আরও অনেকে। এ সময় ইমিগ্রান্টস ইন্টারন্যাশনালের পক্ষ থেকে অ্যাটর্নি মঈন চৌধুরী বাপস-এর সাবেক সভাপতি কারাম চৌধুরীকে একটি সম্মানজনক প্রোক্লেমেশন প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তারা কারাম চৌধুরীর উজ্জ্বল কর্মজীবন এবং বাংলাদেশি কমিউনিটির প্রতি তাঁর অবদানের প্রশংসা করেন। তারা বলেন, তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের জন্য এক অনন্য গৌরব। এটি প্রমাণ করে যে কঠোর পরিশ্রম, আন্তরিকতা এবং অঙ্গীকারের মাধ্যমে প্রবাসেও স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব। অনুষ্ঠানে কারাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করা হয়।
কারাম চৌধুরী এর আগে ২০১৯ সালের ৩০ অক্টোবর ক্যাপ্টেন পদে পদোন্নতি লাভ করেন। তিনি বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার তিলাগাঁও গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন চৌধুরীর একমাত্র পুত্র কারাম চৌধুরী ১৯৯৩ সালে মাত্র ১১ বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসেন। ২০০৫ সালে তিনি নিউইয়র্ক পুলিশ বিভাগে অফিসার হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি জীবন সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, নিউইয়র্ক পুলিশের ৮১তম প্রিসিঙ্কটের কমান্ডিং অফিসার ও ইন্সপেক্টর খন্দকার আব্দুল্লাহ তাঁর কাজিন।
নিউইয়র্ক পুলিশে ক্যাপ্টেন পদে উন্নীত হতে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, তবে ডেপুটি ইন্সপেক্টর থেকে কমিশনার পর্যন্ত পদগুলোতে পদোন্নতি রাজনৈতিক বিবেচনায় হয়ে থাকে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, কবি, সাংবাদিক, সাহিত্যিক এবং কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সবাইকে মজাদার ও রকমারি খাবারের আয়োজনে দুপুরের ভোজে আপ্যায়ন করা হয়। এই আয়োজন বিশেষ প্রশংসা কুড়ায়। অনুষ্ঠানের শেষে তিনটি কেক কাটা হয় এবং সবার মাঝে বিতরণ করা হয়।
এই সংবর্ধনা অনুষ্ঠান কারাম চৌধুরীর অসাধারণ অর্জনের পাশাপাশি নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির ঐক্য ও গৌরবকে তুলে ধরে।