নিউইয়র্ক সিটি রিপোর্টার: নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে উঠেছে জোরালো স্লোগান – ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ – শেখ হাসিনার নির্দেশ’। বাংলাদেশে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিলে কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না এবং গণতান্ত্রিক বিশ্বও তা মানবে না – এমন দাবি জানানো হয়েছে এই কর্মসূচিতে।
গত ১৩ ডিসেম্বর ২০২৫, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও বিপুলসংখ্যক প্রবাসী অংশগ্রহণ করেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আওয়ামী পরিবার, সহযোগী অঙ্গসংগঠনসহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন, কবি, সাংবাদিক, বুদ্ধিজীবী, সাহিত্যিক, কলামিস্ট ও কমিউনিটি নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে হরিলুট চলছে। এ পরিস্থিতির বিরুদ্ধে প্রবাসীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। অবিলম্বে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে।
মানববন্ধনে শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে তাৎক্ষণিক বিক্ষোভ র্যালিও অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা, বাকসু’র সাবেক জিএস ও বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন করের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. বখতিয়ার আলী।
মানবান্ধনে বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, অন্যতম উপদেষ্টা রমেশ নাথ, দফতর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, শিক্ষা বিষয়ক সম্পাদক ও কলামিস্ট এমএ করিম জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা ও কলামিস্ট মকবুল তালুকদার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও কলামিস্ট খোরশিদ আনোয়ার বাবলু, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট মোর্শেদা জামান, কক্ষপথ ‘৭১’-এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিয়া জাকির, শেখ হাসিনা মঞ্চের সভাপতি ও আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন জলিল, আওয়ামী লীগ নেতা আকতার হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার, নাজনীন সুলতানা পলি, নাজনীন ইমতিয়াজ, সাংবাদিক সোহেল চৌধুরী, আওয়ামী লীগ নেতা এ কে চৌধুরী, নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাইন বিল্লাহ দুলাল, রফিক আফজাল, অবিনাশ দাস, মো. সুমন, আখতার হোসেন, অ্যাডভোকেট কানিজ ফাতেমা, যুবলীগের আহ্বায়ক শেখ জামাল হোসাইন, ইকবাল চৌধুরী প্রমুখ।

