নিউইয়র্ক প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার নতুন ২৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শামসুদ্দিন আজাদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন আবু নোমান সরদার।
গত ১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের জ্যামাইকার পানসি রেস্টুরেন্টে সংগঠনের নির্বাচন কমিশন ও কমিটির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভার প্রথম পর্যায়ে বিদায়ী সভাপতি মাহমুদ আহমেদের সভাপতিত্বে বিদায়ী কমিটির কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ ও আন্তরিক পর্যালোচনা অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় পর্যায়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক রানা ফেরদৌসী চৌধুরীর সভাপতিত্বে নতুন কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে শামসুদ্দিন আজাদকে সভাপতি ও আবু নোমান সরদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
নতুন কমিটির পদাধিকারীবৃন্দ: সভাপতি: শামসুদ্দিন আজাদ, সিনিয়র সহ-সভাপতি: সিকান্দর চৌধুরী (টেক্সাস), সহ-সভাপতি: সালেহ আহমেদ (নিউজার্সি), আনোয়ারুল কবির, শফিকুল আনোয়ার চৌধুরী ববি, সাধারণ সম্পাদক: আবু নোমান সরদার, সহ-সাধারণ সম্পাদক: শিবলী সাদেক, কোষাধ্যক্ষ: সৈয়দ আসিফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক: সুমিয়া সেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক: আব্দুল্লাহ আল মাহের, প্রচার ও প্রকাশনা সম্পাদক: সাদিয়া আফরোজ এবং ক্রিয়া বিষয়ক সম্পাদক: প্রসন রায়।
সদস্যবৃন্দ: মাহমুদ আহমেদ, মোশাররফ হোসেন, কাজী সোহরাব, রেজা কামাল, বিকাশ গোপ, দেলোয়ার এম হাসান, মোস্তাক হোসাইন বকুল, সুদিপ্ত দেব, এম রফিকুল ইসলাম, চৌধুরী ইরফানুল কবির, হাসান মাহমুদ, রুবিনা মাহফুজ শম্পা, জামিলা ইলিয়াস চট্টলা, দেলোয়ারা আক্তার রুমা, অর্জিতা দাস।
উপদেষ্টা: অধ্যাপক রানা ফেরদৌস চৌধুরী এবং আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিনের সাধারণ সম্পাদক, জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও সাংবাদিক হেলাল মাহমুদ।
কমিটি ঘোষণার সময় নির্বাচন কমিশনার অধ্যাপক নোয়াব মিয়া এবং মনজুর হাসান নসু উপস্থিত ছিলেন। সভা শেষে অংশগ্রহণকারীদের নৈশভোজে আপ্যায়িত করা হয়।
সাংবাদিক হেলাল মাহমুদ জানিয়েছেন, অভিষেক অনুষ্ঠানের পূর্বে পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ গঠন করা হবে।

