আইবিএন রিপোর্ট: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাঁর কর্মদক্ষতা, জনকল্যাণমুখী ও মানবিক কার্যক্রমের জন্য বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কর্তৃক ‘শ্রেষ্ঠ জেলা প্রশাসক’ সম্মাননায় ভূষিত হয়েছেন। ৭ আগস্ট, বৃহস্পতিবার, তাঁকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করেন ট্রাস্টের চেয়ারম্যান মফিজুর রহমান সোহেল এবং যুগ্ম মহাসচিব এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ।
এই সম্মাননা জেলা প্রশাসকের জনসেবা, উন্নয়নমূলক কাজ এবং কর্মক্ষেত্রে দক্ষতার স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়, যা অন্যদের জনকল্যাণমুখী কাজে উৎসাহিত করে। জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ জাহিদুল ইসলাম জেলার সার্বিক উন্নয়ন, প্রকল্প বাস্তবায়ন ও জনগণের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন।
এই পুরস্কার তাঁর অবদানের স্বীকৃতি এবং জেলা প্রশাসনের কার্যক্রমে একটি মাইলফলক।