হাকিকুল ইসলাম খোকন: ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে ২৫ জুলাই ২০২৫, শুক্রবার, ‘July Beyond Borders’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন করা হয়। এই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত। ছাত্র ও জনগণের অংশগ্রহণে সংগঠিত এই আন্দোলন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটায়, যার পূর্বে সরকারের দমন-পীড়নে কমপক্ষে ১,৪০০ শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিহত হয়। শত শত শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়।
দূতাবাসের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের গৌরবময় মুহূর্তগুলোর পোস্টার ও আলোকচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া, গণহত্যার ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হয়। যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা, যারা এই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তারা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং আন্দোলনের স্থিরচিত্র ও ভিডিও পর্যবেক্ষণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির সদস্য, বিভিন্ন পেশাজীবী, প্রবাসী বাংলাদেশি এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এই উদযাপন গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের তাৎপর্যকে তুলে ধরে।