আইবিএন রিপোর্ট: বাংলা সাহিত্য, সংস্কৃতি ও সৃষ্টিশীলতার আন্তর্জাতিক বিস্তারে অনন্য ভূমিকা পালন করতে যাচ্ছে বেঙ্গলি ইন্টারন্যাশনাল লিটারেচি সোসাইটি (বিআইএলএস) এর ৩য় বার্ষিক রকল্যান্ড রিট্রিট ও বইমেলা গত ১৩ জুলাই ২০২৫, রবিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হয়। আগামী ২৬ ও ২৭ জুলাই ২০২৫ নিউইয়র্কের রকল্যান্ড কাউন্টির প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা থ্রিফোল্ড কমিউনিটিতে অনুষ্ঠিত হবে এই দুই দিনব্যাপী উৎসব।
এবারের মেলার থিম নির্ধারিত হয়েছে “পিঠা”— বাংলা সাহিত্যে ও সংস্কৃতিতে পিঠার রূপ, রস ও তাৎপর্যকে ঘিরে সাজানো হয়েছে অনুষ্ঠানসূচি। ২৫ জুলাই শুক্রবার আয়োজনের সূচনা হবে স্বেচ্ছাসেবক ও অনুদানদাতাদের জন্য এক আন্তরিক সংবর্ধনা ও নৈশভোজের মাধ্যমে।
উৎসবের বিস্তারিত কার্যক্রম
শনিবার, ২৬ জুলাই সকাল ১০টা থেকে গ্যানা মেলা, ফিটনেস ও স্ট্রেচিং সেশন, সৃজনশীল হাঁটা, মৌচাষের অভিজ্ঞতা, যোগাভ্যাস, খামার পরিদর্শন ও সাঁতার। বিকেল ৩টা থেকে মূল সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব শুরু হবে।
বক্তব্য রাখবেন ড. ধনঞ্জয় সাহা (বিআইএলএস এর সভাপতি), ড. শান্তনু দাস (দাস ফ্যামিলি ফাউন্ডেশন), অনুবাদ সাহিত্যিক ক্যারোলিন রাইট, বিদ্যা মুরলীধর, লিজি রহমান, দিলারা হাফিজ প্রমুখ। রকল্যান্ড পোয়েটস ও ইনডেভর ২১+ গ্রুপের অটিস্টিক তরুণ-তরুণীরা তাদের লেখা, সংগীত ও শিল্পকর্ম উপস্থাপন করবেন।
থাকবে থ্রিফোল্ডের খাদ্য দর্শন, পিঠা বিষয়ক আলোচনা, আর্ট থেরাপি, কবিতা পাঠ, ছোটগল্প, স্থানীয় লেখকদের বই ও হস্তশিল্প প্রদর্শনী, এবং বাংলা, ইংরেজি, পোলিশ ও স্প্যানিশ ভাষায় বহুভাষিক পোয়েট্রি স্ল্যাম।
সন্ধ্যায়: গান, নৃত্য, কবিতা, শ্রুতি-নাটক ও মুক্ত মঞ্চে স্বতঃস্ফূর্ত প্রকাশের সুযোগ।
রবিবার, ২৭ জুলাই সকাল ৯টা থেকে লেখালেখি ও প্রকাশনা বিষয়ক আলোচনায় ড. হাওয়ার্ড র্যাঙ্কিন, কবি জুয়ান পাবলো মোবিলি। নজরুল বিষয়ক সেশনে স্টিফেন ওয়াটস ও ডেভিড লি মরগান। শিশুদের জন্য সৃজনশীল লেখালেখি ও প্রতিযোগিতা।
উপস্থিত থাকবেন লেখালেখির কোচ জেসিকা জুয়েল, ফকির ইলিয়াস, প্রবাসী ও আন্তর্জাতিক লেখকগণ। ইনডেভর ২১+ ও মিউজিক ফর লাইফ এর তরুণ-তরুণীদের পরিবেশনা। বনি মুখার্জি তাঁর অভিজ্ঞতা শেয়ার করবেন।
২৭ জুলাই দুপুরের পর থাকবে নতুন বই পরিচিতি, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক পরিবেশনা ও ঘরোয়া বারবিকিউ পার্টি।
সাংবাদিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যা (১৩ জুলাই ২০২৫)
জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সম্পাদকগণ, যার মধ্যে ছিলেন লাবলু আনসার (সাপ্তাহিক বাংলাদেশ প্রতিদিন), কৌশিক আহমেদ (সাপ্তাহিক বাঙালি), রতন তালুকদার (সাপ্তাহিক জন্মভূমি), হাকিকুল ইসলাম খোকন (বাপসনিউজ), ইব্রাহীম চৌধুরী (সাপ্তাহিক প্রথম আলো), উত্তম কুমার সাহা (প্রজ্ঞা পত্রিকা), দীপক আচার্য (দি সাউথ এশিয়ান টাইমস), তাপস সাহা (প্রজ্ঞা পত্রিকা) প্রমুখ।
উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের সভাপতি ক্ল্যারা রোজারিও, সাধারণ সম্পাদক কল্লোল দাশ, শিল্পকলা একাডেমি ইউএসএর সভাপতি মনিকা রায় চৌধুরী, কলামিস্ট ড. রফিকুল ইসলাম, সুব্রত তালুকদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তম কুমার সাহা ও বনানী সিনহা।
সাংস্কৃতিক পরিবেশনা: আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন তাপস সাহা, গোপা পাল মুক্তা, ড. রফিকুল ইসলাম, সনজীবন সরকার, বনানী সিনহা, সুমা রোজারিও, রুনা রায়, শাহীন হোসেন, এবং সম্মিলিত গানে মনিকা রায় চৌধুরী প্রমুখ।
ড. ধনঞ্জয় সাহা ও ডা. অনিমিতা সাহা অতিথিদের শুভেচ্ছা জানিয়ে উৎসবের উদ্দেশ্য তুলে ধরেন। প্রশ্নোত্তর পর্বের পর ড. সাহা সকলকে উৎসবে অংশগ্রহণের আহ্বান জানান।
রেজিস্ট্রেশন ও তথ্য
ওয়েবসাইট: www.bilsus.com
যোগাযোগ: +1 917-693-9291
রেজিস্ট্রেশন: Eventbrite
এই উৎসব বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিশ্বায়নের পাশাপাশি সৃজনশীলতা ও সম্প্রীতির এক অনন্য মিলনমেলা হতে চলেছে।