যুক্তরাষ্ট্রের কানেটিকাটে ‘বিশ্বায়নে পোর্টাল জার্নালিজমের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১৫'তম প্রতিষ্ঠাবার্ষিকীতে 'বিশ্বায়নে পোর্টাল জার্নালিজমের ভূমিকা' শীর্ষক আলোচনা সভায় সাংবাদিকতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশী সাংবাদিক ও সমাজসেবকদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয় ।

IBN-News-Logo-Blue
By
IBN News
WE Are love for news
পোর্টাল জার্নালিস্টদের সর্বপ্রথম ও আন্তর্জাতিক সংগঠন নিউজ পোর্টাল জার্নালিস্ট এসোসিয়েশন এর ৯৮৫, ফেয়ারফিল্ড এভিনিউ, সুইট# বি২, ব্রীজপোর্ট, কানেক্টটিকাট, সিটি-০৬৬০৫-১১৮৮, যুক্তরাষ্ট্র অফিসের নীচে কেন্দ্রীয় সদস্যদের গ্রুপ ছবি।

যুক্তরাষ্ট্রর কানেক্টিকাটে নিউজ পোর্টাল জার্নালিস্ট এসোসিয়েশন (এনপিজেএ) এর ১৫’তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০১০ সালের ৩ মে প্রতিষ্ঠিত নিউজ পোর্টাল জার্নালিস্টদের সর্বপ্রথম ও আন্তর্জাতিক সংগঠন নিউজ পোর্টাল জার্নালিস্ট এসোসিয়েশন (এনপিজেএ) দেড় দশক পূরণ হয়ে ১৫ বছরে পদার্পণ করে গত ৩ মে, ২০২৫ সালে। খবর বার্তা সংস্থা বাপসনিউজ ।

এ উপলক্ষ্যে রোববার ১৫ জুন, ২০২৫, অপরাহ্ন ২টায় ৯৮৫, ফেয়ারফিল্ড এভিনিউ, সুইট# বি২, ব্রীজপোর্ট, কানেক্টটিকাট, সিটি-০৬৬০৫-১১৮৮, তে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক এ সংগঠনটি ১৫’তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় ।

১৫’তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘বিশ্বায়নে পোর্টাল জার্নালিজমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় সাংবাদিকতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশী সাংবাদিক ও সমাজসেবকদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয় ।

নিউজ পোর্টাল জার্নালিস্ট এসোসিয়েশন (এনপিজেএ) এর প্রতিষ্ঠাতা ও সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন এর সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক সাংবাদিক আরিফুর রহমান আরিফ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক জন্মভূমি ও জন্মভূমি ডটকম এবং রতন তালুকদার লাইভ চ্যানেলের সম্পাদক রতন তালুকদার।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও নিউইয়র্ক কাগজ ডটকম এর কন্ট্রিবিউটিং এডিটর মনোয়ারুল ইসলাম, আইটিভি’র পরিচালক ও সোশ্যাল মিডিয়া এবং পোর্টাল জার্নালিস্ট সাংবাদিক রিমন ইসলাম, নিউইয়র্ক কাগজ ডটকম এর সম্পাদক আফরোজা ইসলাম, প্রবাসমেলা- ডটকম এর নির্বাহী সম্পাদক, সোশ্যাল মিডিয়া ও পোর্টাল জার্নালিস্ট শহীদ রাজু, কালের সংবাদ ডটকম এর সম্পাদক সোহেল চৌধুরী,গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মইনুল হক চৌধুরী হেলাল, বাক”র উপদেষ্টা ও এনপিজেএ”র কন্ট্রিবিঊটর জুনেদ এ খান, বাক”র সভাপতি ও এনপিজেএ”র কন্টিবিঊটর নূরুল আলম খান, বাক”র সাধারণ সম্পাদক ও এনপিজেএ”র কন্টিবিউটর হুমায়ুন আহমেদ চৌধুরী এবং সমাজসেবক ও এনপিজেএ”র কন্ট্রিবিউর বসির আহমেদ খান ।

ছবি: নিউজ পোর্টাল জার্নালিস্ট এসোসিয়েশন (এনপিজেএ) এর ১৫’তম প্লতিষ্ঠা বার্ষিকীতে অংশগ্রহণরত সাংবাদিকগণ।

সেমিনারে এ বিষয়ের উপর আলোচনা করেন এনপিজেএ এর সহ-সভাপতি ও সোশ্যাল মিডিয়া ও পোর্টাল জার্নালিস্ট কবি ও প্রাবন্ধিক এবিএম সালেহ উদ্দিন, এনপিজেএ এর সহ-সভাপতি ও মুক্তকন্ঠ নিউজের সম্পাদক এবং সোশ্যাল মিডিয়া ও পোর্টাল জার্নালিস্ট সাংবাদিক হেলাল মাহমুদ, এনপিজেএ এর সহ-সভাপতি ও আইবিএন নিউজ এর সম্পাদক আয়েশা আক্তার রুবি।

সভার শুচনায় ১৯৫২”র মহান ভাষা আন্দোলন, ১৯৭১”র স্বধীনতা যুদ্ধে নিহত ৩০ লক্ষ শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট কাল নীরবতা পালন করা হয়।

সভায় নিউজ পোর্টাল জার্নালিস্ট এসোসিয়েশন (এনপিজেএ)”র পক্ষ হতে সাংবাদিকতা ও সমাজ সেয়ায় বিশেষ অবদানের জন্য রতন তালুকদার, মনোয়ারুল ইসলাম, মইনুল হক চৌধুরী হেলাল, রিমন ইসলাম, আফরোজা ইসলাম, এবিএম সালেহ উদ্দিন, শহীদ রাজু, হেলাল মাহমুদ, সোহেল চৌধুরী, গিতালী তালুকদার, আয়েশা আক্তার রুমি, জুনেদ এ খান, হুমায়ন আহমেদ চৌধুরী,বসির আহমেদ খান, নুরুল আলম খান, আতাউর রহমান চৌধুরী, মমতাজ খানম, মোঃ নাসির, এমএ সালাম, আরিফুর রহমান আরিফ এবং হাকিকুল ইসলাম খোকনকে সম্মাননা সাইটেশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে দুপুরে সবাইকে মমতাজ খানমের সৌজন্যে রকমারি আয়োজনে এবং মজাদার ভোজন পরিবেশন করা হয়।

Share This Article
Follow:
WE Are love for news
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version