ডেস্ক রিপোর্ট: গত ১৯ নভেম্বর বুধবার সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে নিউইয়র্কে নিউ হরাইজন লায়ন্স ক্লাবের নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি লায়ন তারেক হাসান খান এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক লায়ন আহমেদ সোহেল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ২০-আর২ এর গভর্নর লায়ন মো. আসিফ বারী টুটুল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়নেস মুনমুন হাসিনা বারী।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লায়ন নাঈম খান, লায়ন নাঈম আহমেদ, ডিরেক্টর লায়ন মনিরুল ইসলাম, লায়ন আমিন হোসেন কামাল, সহ-সভাপতি লায়ন জামিল আহমেদ, সিনিয়র সাংবাদিক লায়ন হাকিকুল ইসলাম খোকন, লায়ন চৌধুরী ইসমাইল, লায়ন মোঃ হুদা, ডিস্ট্রিক্ট ক্যাবিনেট সেক্রেটারি লায়ন আহসান হাবীব, লায়ন হাবিবুল চৌধুরী, লায়ন সাইফুল ইসলাম, লায়ন সাজ্জাদুল রহমান খান, লায়ন তাওহীদ ইসলাম মুন্না, লায়ন আবুল বাশার, লায়নেস তাহমিনা চৌধুরী, লায়নেস বেবী, লায়নেস পারভীন, লায়নেস নিপা আহমেদ, লায়নেস জাকিয়া আহমেদ ও লায়নেস মিনা ইসলামসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ৬ ডিসেম্বর ২০২৫ ক্লাবের গ্র্যান্ড অভিষেক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে পালিত হবে। এ উপলক্ষে একটি অভিষেক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির প্রধান দায়িত্বপ্রাপ্তরা হলেন: কনভেনার লায়ন নাঈম আহমেদ, মেম্বার সেক্রেটারি লায়ন আমিন হোসেন কামাল, চেয়ারম্যান লায়ন গিয়াস আহমেদ, চিফ কো-অর্ডিনেটর লায়ন মনিরুল ইসলাম, কো-কনভেনার লায়ন জামিল আহমেদ ও লায়ন আনোয়ার হক
প্রচার উপ-কমিটির দায়িত্বে রয়েছেন সিনিয়র সাংবাদিক লায়ন হাকিকুল ইসলাম খোকন এবং সাংস্কৃতিক উপ-কমিটির দায়িত্বে রয়েছেন লায়নেস তাহমিনা চৌধুরী ও লায়ন সাজ্জাদুল রহমান খান।

