যুক্তরাষ্ট্রে পুলিশের প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণ, ৩ সদস্য নিহত

যুক্তরাষ্ট্রে পুলিশের একটি প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় ১৮ জুলাই (শুক্রবার) লস অ্যাঞ্জেলেসের কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের বিসকাইলুজ প্রশিক্ষণকেন্দ্রে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

IBN-News-Logo-Blue
By
IBN News
WE Are love for news
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে পুলিশের একটি প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় ১৮ জুলাই (শুক্রবার) লস অ্যাঞ্জেলেসের কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের বিসকাইলুজ প্রশিক্ষণকেন্দ্রে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় এক কর্মকর্তা একে দুর্ঘটনা বলে অভিহিত করেছেন।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা বলেন, এটা দুঃখজনক যে আমাদের তিনজন সদস্য মারা গেছেন। অন্য কোনো বিভাগের কোনো সদস্য আহত হননি বা কাউকে হাসপাতালে ভর্তি করা হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

বিস্ফোরণের কয়েক ঘন্টা পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় লুনা জোর দিয়ে বলেন, স্থানীয় কর্তৃপক্ষ এখনো বিস্ফোরণের কারণ নির্ধারণ করতে পারেনি। তবে এই ঘটনায় সেখানে থাকা লোকজনের জন্য কোনো ধরনের হুমকি নেই বলেও তিনি আশ্বস্ত করেছেন।

রবার্ট লুনা বলেন, বিস্ফোরণের ৩০ মিনিটের মধ্যেই এলএপিডি বোম্ব স্কোয়াড ঘটনাস্থলে প্রবেশ করে লোকজনকে নিরাপদে সরিয়ে নিয়েছে। তিনি বলেন, আমাদের বিস্ফোরণের আগের ঘটনা জানতে হবে এবং শুরু থেকেই কী ঘটেছিল তা তদন্ত করতে হবে। এই মুহূর্তে আমাদের কাছে এর বাইরে কোনো তথ্য নেই।

লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগের একটি বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের সঙ্গে এফবিআই এবং অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরোর গোয়েন্দা এবং কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

যে এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানকার একজন নির্বাচিত নগর কর্মকর্তা সন্ত্রাসবাদের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন এবং এটিকে ‌‘একটি মর্মান্তিক দুর্ঘটনা’ বলে অভিহিত করেছেন।

Share This Article
Follow:
WE Are love for news
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version