বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান সেকেন্দার আলী মনির স্ত্রী চামেলী চৌধুরীর মৃত্যুতে জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের শোক

সম্মিলিত জাতীয় জোট-ইউএনএ’র চেয়ারম্যান ও জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের সমন্বয়কারী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান এবং বিশিষ্ট রাজনীতিবিদ সেকেন্দার আলী মনির সহধর্মিণী চামেলী চৌধুরী (৬০) রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২২ দিন চিকিৎসাধীন থাকার পর ৪ আগস্ট ২০২৫, সোমবার আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

IBN-News-Logo-Blue
By
IBN News
WE Are love for news
ছবি: চামেলী চৌধুরী।

আইবিএন রিপোর্ট : সম্মিলিত জাতীয় জোট-ইউএনএ’র চেয়ারম্যান ও জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের সমন্বয়কারী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান এবং বিশিষ্ট রাজনীতিবিদ সেকেন্দার আলী মনির সহধর্মিণী চামেলী চৌধুরী (৬০) আর আমাদের মাঝে নেই। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২২ দিন চিকিৎসাধীন থাকার পর ৪ আগস্ট ২০২৫, সোমবার আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার এই অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

চামেলী চৌধুরীর আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়কারী, সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এবং বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এম. নাজিম উদ্দিন আল-আজাদ, জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের সমন্বয়কারী ও মিডিয়া উইং চিফ, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এবং দৈনিক ফলাফল পত্রিকার প্রকাশক ও প্রধান সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান, জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের সমন্বয়কারী ও বাংলাদেশ গণতান্ত্রিক ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এডভোকেট মোঃ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ জনতা পার্টির চেয়ারম্যান এস.এম. মোস্তাফিজুর রহমান (মোস্তাক সরকার), ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল, আন্তর্জাতিক মানবাধিকার গণমাধ্যম কেন্দ্রের নির্বাহী পরিচালক শাহবাজ জামান, মুক্তিযোদ্ধা ও বকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং সালমান গ্রুপের চেয়ারম্যান শেখ শরীফ উদ্দিন মিথু, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন’র প্রেসিডেন্ট লায়ন খান আকতারুজ্জামান (এমজে এফ), বীর মুক্তিযোদ্ধা মমতাজুল করিম, মোহাম্মাদ আব্দুল আহাদ নূর, ডা. আসলাম আল মেহেদী, কে সি মজুমদার, খাজা মহিবুল্লাহ শান্তিপুরী, প্রফেসর এ আর খান, মিজানুর রহমান মিজু, মোঃ নূরুল ইসলাম, মোঃ আনিছুর রহমান, মুফতি নুরুল আমিন, ড. এম বি চৌধুরী, সামছুল আলম চৌধুরী সুরমা, এনামুল নাছির, এ কে আজাদ, এডভোকেট সরোয়ার হোসেন, আমানুল্লাহ আমান, ডা. জুয়েল সম্রাট চিশতি, বিএনডিপি’র যুগ্ম মহাসচিব মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার শেখের টেক আদাবরে তার নিজ বাসভবনে আসরের নামাজের পর জানাজা শেষে তাজমহল কবরস্থানে তাকে সমাধিস্থ করা হয়। এ সময় নেতৃবৃন্দ বলেন, “আমরা আমাদের এক সহযোদ্ধাকে হারিয়েছি। তার হঠাৎ চলে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।”

Share This Article
Follow:
WE Are love for news
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version