হাকিকুল ইসলাম খোকন : বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, সাহিত্যিক ও সাংবাদিক অধ্যাপক সিরাজুল হকের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আবেগঘন স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার বিকেলে আর.সি. মজুমদার আর্টস অডিটোরিয়ামে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এবং আনজুমানে ফারসি বাংলাদেশের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খবর বাপসনিউজ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মুমিত আল রশিদ। স্বাগত বক্তব্য রাখেন আনজুমানে ফারসি বাংলাদেশের সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. কামাল উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক ও গল্পকার অধ্যাপক ড. আবদুস সবুর খান।

বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান, ইরান দূতাবাসের রাজনৈতিক সচিব জাভাদ আসগারি, অধ্যাপক সিরাজুল হকের সহপাঠী ও বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম, দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাওসার মুস্তফা আবুলউলায়ী, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক ড. কে.এম. সাইফুল ইসলাম খান, ড. আবুল কালাম সরকার, ড. আহসানুল হাদী, ড. শামীম বানু, আনিসুর রহমান স্বপন, ড. ঈসা শাহেদী, ড. মাহবুবুর রহমান, ড. আব্দুল হাই এবং অধ্যাপক সিরাজুল হকের জামাতা, নিউইয়র্ক প্রবাসী কবি ও সাংবাদিক এবিএম সালেহ উদ্দিন।
বক্তারা অধ্যাপক সিরাজুল হকের বহুমুখী প্রতিভার কথা তুলে ধরেন। তিনি ফারসি ভাষা-সাহিত্য, শিক্ষা, গবেষণা ও সাংবাদিকতায় অসামান্য অবদান রাখেন। তাঁর বিনয়ী ও বন্ধুবৎসল স্বভাব তাঁকে সকলের কাছে প্রিয় করে তুলেছিল। ড. কাজী নূরুল ইসলাম জানান, অধ্যাপক হকের পরামর্শে তিনি বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগ প্রতিষ্ঠা করেন। তিনি তাঁর নামে একটি মেমোরিয়াল ফাউন্ডেশন ও স্মারকগ্রন্থ প্রকাশের প্রস্তাব দেন।
ইরানি দূতাবাসের প্রতিনিধি জাভাদ আসগারি বলেন, অধ্যাপক হক দুই দশক ধরে ‘নিউজ লেটার’ পত্রিকার সম্পাদক হিসেবে ইরান-বাংলাদেশ সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সভাপতি ড. মুমিত আল রশিদ আবেগাপ্লুত হয়ে বলেন, “অধ্যাপক সিরাজুল হক আমার লেখালেখির প্রেরণা ছিলেন। তাঁর স্মৃতি ধরে রাখতে আমরা কাজ করে যাব।”
অনুষ্ঠানে অধ্যাপক সিরাজুল হকের পরিবার, শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। তাঁর নিউইয়র্ক প্রবাসী কন্যা সাঈদা আক্তার রেজবিনও উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন ড. কেএম মাহবুবুর রহমান।
উল্লেখ্য, অধ্যাপক সিরাজুল হক ২৬ জুন ২০২৫ নিউইয়র্কের কুইন্স হাসপাতালে মৃত্যুবরণ করেন। ২৯ জুন তাঁর মরদেহ ঢাকায় এনে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।