পরপর দুটি কনসার্ট বাতিল করেছেন শাকিরা, ভক্তদেরকে জানালেন সহসা ফিরবেন 

গত সপ্তাহে এক কনসার্ট চলাকালীন শাকিরা আচমকা পড়ে যান মঞ্চে। সেই পারফরম্যান্সের ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। খুব স্বাভাবিকভাবে কনসার্ট বাতিলের পরপরই মানুষ ভাবেন শারীরিক অসুস্থতার জন্য শাকিরা কনসার্ট বাতিল করলেন। তবে জানা গিয়েছে, শাকিরা একদম সুস্থ আছেন।

IBN-News-Logo-Blue
By
IBN News
WE Are love for news
পপ তারকা শাকিরা। ছবি: সংগৃহীত

৩০ মে, শুক্রবার, পপ তারকা শাকিরা বোস্টনের ফেনওয়ে পার্কে তার কনসার্টটি মঞ্চে ওঠার কয়েক ঘন্টা আগে বাতিল করে দিয়েছিলেন। একদিন পরে, তার আরেকটি কনসার্ট – এবার ওয়ার্ল্ড প্রাইড ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠান – সময়ের ঠিক একদিন আগে বাতিল করা হল। দুটি কনসার্ট বাতিলেরপরপর দুটি কনসার্ট বাতিল করেছেন শাকিরা, ভক্তদেরকে জানালেন ঘটনায় গায়িকার স্বাস্থ্য নিয়ে বেশ কিছু জল্পনা-কল্পনা শুরুপরপর দুটি কনসার্ট বাতিল করেছেন শাকিরা, ভক্তদেরকে জানালেন হয়েছে, কারণ কিছুদিন আগেই তিনি স্টেজে পড়ে গিয়েছিলেন। শো বাতিল করার পেছনে রয়েছে কোন কারণ?

আমেরিকার রাজধানীতে ওয়ার্ল্ড প্রাইড ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানের একদিন আগে সরঞ্জামের সমস্যার কারণে হঠাৎ করেই কনসার্টটি বাতিল করে দিয়েছিলেন শাকিরা। ওয়ার্ল্ড প্রাইড আয়োজক ক্যাপিটাল প্রাইড অ্যালায়েন্স শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, ‘অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে কনসার্টটি বাতিল হওয়ায় আমরা গভীরভাবে হতাশ। পুনঃস্থাপিত উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম সম্পর্কে আপডেট যত তাড়াতাড়ি চূড়ান্ত হবে তত তাড়াতাড়ি প্রকাশ করা হবে!’

তার ঠিক একদিন আগে, বোস্টনের ফেনওয়ে পার্ক কনসার্টটিও বাতিল করা হয়েছিল। ফেনওয়ে পার্কের এক বিবৃতিতে বলা হয়েছে,’অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে, যে অনুষ্ঠানটি ২৯ মে এবং ৩০ মে ফেনওয়ে পার্কে অনুষ্ঠিত হওয়ার কথা সেটি বাতিল করা হয়েছে। আপনাদের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। অসুবিধার জন্য আমরা দুঃখিত।’

গত সপ্তাহে এক কনসার্ট চলাকালীন শাকিরা আচমকা পড়ে যান মঞ্চে। সেই পারফরম্যান্সের ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। খুব স্বাভাবিকভাবে কনসার্ট বাতিলের পরপরই মানুষ ভাবেন শারীরিক অসুস্থতার জন্য শাকিরা কনসার্ট বাতিল করলেন। তবে জানা গিয়েছে, শাকিরা একদম সুস্থ আছেন।

অনুষ্ঠান বাতিল হওয়ার পর শাকিরার তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমার নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতির কারণে, আমি দুঃখিত এবং মর্মাহত যে আমি আগামীকাল আপনাদের সাথে ওয়াশিংটন, ডিসিতে থাকতে পারব না। আমি আশা করি আমি যত তাড়াতাড়ি সম্ভব ডিসিতে ফিরে আসতে পারব। আপনাদের সবার সহযোগিতা কাম্য।’

Share This Article
Follow:
WE Are love for news
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version