নিউজ পোর্টাল জার্নালিস্ট এসোসিয়েশন আন্তর্জাতিকভাবে তালিকাভুক্ত হলো 

নিউজ পোর্টাল জার্নালিস্ট এসোসিয়েশন (এনপিজেএ) আন্তর্জাতিকভাবে তালিকাভুক্ত হয়েছে। গত ৪ মে, ২০২৫ যুক্তরাষ্ট্রের কানেক্টিকাট স্টেট থেকে এক পত্রে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

IBN-News-Logo-Blue
By
IBN News
WE Are love for news
ছবি: নিউজ পোর্টাল জার্নালিস্ট এসোসিয়েশন এর অফিসিয়াল লোগো

নিউজ পোর্টাল জার্নালিস্ট এসোসিয়েশন (এনপিজেএ) আন্তর্জাতিকভাবে তালিকাভুক্ত হয়েছে। গত ৪ মে, ২০২৫ যুক্তরাষ্ট্রের কানেক্টিকাট স্টেট থেকে এক পত্রে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

উল্লেখ্য, পোর্টাল জার্নালিজমের বিশ্বব্যাপী এই সংগঠন ৩মে,  ২০১০ সালের ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’তে গঠিত হয়। খবর বাপসনিউজ।

যুক্তরাষ্ট্রের মর্যাদাশীল হুজ হু জার্নালিসম সহ বহু পুরস্কার বিজয়ী, প্রবাসে সংবাদ সংস্থা ও পোর্টাল জার্নালিজমের অগ্রদূত, বাপসনিউজ ও এনওয়াইবিডিনিউজ এর এডিটর, আইবিএন নিউজ ও ব্রাহ্মণবাড়িয়া ২ইউএসএ ডট কম এর প্রধান সম্পাদক ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন নিউজ পোর্টাল জার্নালিস্ট এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি। তিনি এই সংগঠনটি প্রতিষ্ঠার পর ২০১৬ সনে সিংগাপুর,মালশিয়া ও থাইল্যান্ড এবং ২০১৭, ২০১৮ ও ২০১৯ এই তিন বছর ইউরোপসহ বিশ্বব্যাপী ভ্রমণ করেছেন সংগঠনের বিস্তৃতির লক্ষ্যে। সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন মুক্তকন্ঠ নিউজের সম্পাদক ও সাংবাদিক হেলাল মাহমুদ। ২০১৪ সালে ঢাকা থেকে পোর্টাল জার্নালিস্ট আয়েশা আক্তার রুবি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ৩ মে, ২০২৫ এই সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ব্রাহ্মণবাড়িয়া২ইউএসএ.কম এর সম্পাদক ও সাংবাদিক আরিফুর রহমান আরিফ।

দীর্ঘ ১৫ বছরের এই সংগঠনটি ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের কানেক্টিকাট স্টেট থেকে তালিকাভুক্ত হলো ।সংগঠনটির প্রধান কার্যালয় ৯৮৫ ফেয়ারফিল্ড এভিনিউ, সুইট #বি২, ব্রীজপোর্ট, কানেক্টটিকাট,সিটি- ০৬৬০৫-১১৮৮, যুক্তরাষ্ট্র। ফোন: ২০৩-৭২৬-৪২৭৬, ই-মেইল: rarifur392@gmail.com

নিউইয়র্ক অফিস:  ২৫-৫২,৩৮ স্ট্রীট, সুইট #৩-ডি, এস্টোরিয়া, নিউইয়র্ক, এনওয়াই ১১১০৩-৪২২১, যুক্তরাষ্ট্র, ফোন: ৯১৭-৮৩৭-৪৭০০ ও ইমেইল: nybdnews@yahoo.com

Share This Article
Follow:
WE Are love for news
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version