ঢাকা, ২০ জুন ২০২৫: নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোখলেস উর রহমান। ২০ জুন ২০২৫, নারায়ণগঞ্জ জেলা পরিদর্শনের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ এরফানুল হক।
নারায়ণগঞ্জ সার্কিট হাউজে আগমনের সঙ্গে সঙ্গেই তাঁদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।
সিনিয়র সচিব ড. মোঃ মোখলেস উর রহমান এসময় আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার গ্রহণ করে সার্কিট হাউজ মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (BASA) নারায়ণগঞ্জ জেলা শাখার কর্মকর্তাদের সাথে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সভায় জেলা প্রশাসনের উন্নয়ন কর্মকাণ্ড, সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রাণবন্ত আলোচনা হয় বলে জানা গেছে।

ড. মোঃ মোখলেস উর রহমান নারায়ণগঞ্জ জেলার ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন হাজীগঞ্জ দুর্গ পরিদর্শনে যান। সেখানে তিনি পরিবেশ সংরক্ষণ এবং সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে একটি নারিকেল গাছের চারা রোপণ করেন।

পরে শহরের অন্যতম প্রধান সড়ক নারায়ণগঞ্জ-চাষাড়া লিংক রোডের সড়কদ্বীপে তিনি গোলাপী ট্রাম্পেট (Pink Trumpet Tree) গাছের চারা রোপণ করেন।
এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে জানানো হয় যে— “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য আরও বিভিন্ন জাতের ফুল ও বৃক্ষরোপণের কার্যক্রম চলমান রয়েছে।
দিনব্যাপী কর্মসূচির বিভিন্ন অংশে সিনিয়র সচিব জেলার সার্বিক অগ্রগতি, পরিবেশ সংরক্ষণ ও নাগরিকসেবার মান বৃদ্ধিতে জেলা প্রশাসনের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন। এসময় তিনি ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে উৎসাহিত করেন।