নারায়ণগঞ্জ, ১৯ সেপ্টেম্বর ২০২৫: স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী শুক্রবার জাইকার অর্থায়নে বাস্তবায়নাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (এনসিসি) জালকুড়িস্থ কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উপ-প্রকল্প এবং এলজিইডি ও এনসিসি কর্তৃক যৌথভাবে নির্মাণাধীন আইকনিক কেবল-স্টেইড কদমরসুল সেতু উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন টেক্সাস বিশ্ববিদ্যালয়, আরলিংটনের সলিড ওয়েস্ট ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শাহাদাত হোসেন।
পরিদর্শনের শুরুতে জালকুড়িস্থ কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উপ-প্রকল্প স্থানে পৌঁছালে সচিবকে ফুল দিয়ে স্বাগত জানান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হোসাইন, এনসিসি’র সচিব মোঃ নূর কুতুবুল আলম, প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আজগর হোসেন-সহ অন্যান্য কর্মকর্তারা।
আধুনিক ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনার পরামর্শ
পরিদর্শনকালে এনসিসি’র প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ ইউডিসিজিপি ও এলজিইডি’র স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণ প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন। সচিব প্রকল্পের ডিজাইনকে আরও আধুনিক ও পরিবেশবান্ধব করতে ড. শাহাদাত হোসেনের সহযোগিতায় সংশোধনের পরামর্শ দেন। তিনি আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল, লিচেট ট্রিটমেন্ট, কম্পোস্টিং, এরোবিক ডাইজেশন, বায়োগ্যাস উৎপাদন, প্লাস্টিক দিয়ে সড়ক নির্মাণ এবং পুনর্ব্যবহারযোগ্য সুযোগের উপর জোর দেন, যাতে বর্জ্য মূল্যবান সম্পদে রূপান্তরিত হয়। তিনি নারায়ণগঞ্জের টেকসই ও স্থিতিশীল উন্নয়নের জন্য আন্তঃবিভাগীয় সমন্বয়ের গুরুত্বও তুলে ধরেন।
সার্কিট হাউজে প্রতিবেদন উপস্থাপন ও বৃক্ষরোপণ
জালকুড়ি পরিদর্শন শেষে সার্কিট হাউজে জেলা প্রশাসক বিগত ৮ মাসের কার্যক্রম, বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন। সচিব জেলা প্রশাসকের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এছাড়া, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের গ্রীন এন্ড ক্লিন কর্মসূচির আওতায় তিনি একটি নারিকেল গাছের চারা রোপণ করেন।
পরিদর্শনের সময় সচিব নারায়ণগঞ্জের ট্রাফিক ব্যবস্থাপনা, জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করেন, বিশেষ করে কদমরসুল সেতু নির্মাণে ট্রাফিক ব্যবস্থাপনার দিকে মনোযোগ দেওয়ার নির্দেশ দেন। জেলা প্রশাসক যানজট নিরসনে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল শহরের বাইরে স্থানান্তরের অনুরোধ জানান। এ বিষয়ে ডিপিপি প্রণয়ন কার্যক্রম চলমান রয়েছে বলে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আজগর হোসেন জানান। সচিব ফিজিবিলিটি স্টাডি রিপোর্টের ভিত্তিতে স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করে প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেন।
এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ আহসানুজ্জামান সচিবকে কদমরসুল সেতু নির্মাণ প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। আলোচনা শেষে সচিব ৫নং ঘাটে সেতু নির্মাণ স্থান পরিদর্শন করেন এবং নির্মাণকাজে যানজট সৃষ্টি না হওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে পর্যালোচনার নির্দেশ দেন। পরিদর্শন শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

