নতুন মালিকানায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট

নতুন মালিকানায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট। মুহাম্মদ কাদের শিশির হচ্ছেন নতুন মালিক। তিনি একজন প্রতিষ্ঠিত হোম কেয়ার ব্যবসায়ী। অলকাউন্টি হোম কেয়ারের কর্ণধার। নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলা গেজেটের প্রকাশক ও সম্পাদক।

IBN-News-Logo-Blue
By
IBN News
WE Are love for news
ছবি : সংগৃহীত।

আইবিএন রিপোর্ট:  নতুন মালিকানায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট। মুহাম্মদ কাদের শিশির হচ্ছেন নতুন মালিক। তিনি একজন প্রতিষ্ঠিত হোম কেয়ার ব্যবসায়ী। অলকাউন্টি হোম কেয়ারের কর্ণধার। নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলা গেজেটের প্রকাশক ও সম্পাদক। তিনি রেস্টুরেন্টটি কিনে নেয়ার সত্যতা নিশ্চিত করেছেন। মঙ্গলবার থেকেই সবকিছু নতুন ব্যবস্থাপনায় শুরু হয়েছে বলে জানা গেছে।

মুহাম্মদ কাদের শিশির সাংবাদিকদের জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশিদের কাছে অতি পরিচিত নবান্ন রেস্টুরেন্টটি কাস্টমারের চাহিদা পূরনে সচেষ্ট থাকবে। গুণগত মান ও সেবার প্রশ্নে কোন আপোষ করবো না। উন্নতমানের খাবার সাশ্রয়ী মূল্যে কমিউনিটির মানুষ পাবেন। আমাদের প্রধান টার্গেট থাকবে খাবারের মান উন্নত করা ও পার্টি সেন্টারকে আরও আধুনিকীকরণ।

সকলের সহযোগিতা চাইছি শুরুতেই।নবান্নের বিদায়ী মাালিক শিমুল বলেন, বাস্তবতার কারনেই মালিকানা ছেড়ে দিতে হলো। নতুন ধরনের কোন ব্যবসায় পা রাখবো। বিগত সময়ে সবার কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি এজন্য আমরা কৃতজ্ঞ। সবার প্রতি শুভ কামনা থাকলো।জানা গেছে, রেস্টুরেন্টটি প্রায় ৮ লাখ ডলারে বিক্রি হয়েছে। ২৫ বছরের লিজ নিয়ে মোহাম্মদ কাদের শিশির নবান্নের যাত্রা শুরু করলেন।

Share This Article
Follow:
WE Are love for news
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version