ঢাকার মালিবাগ থেকে যুবক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

নিখোঁজ সিফাত ল্যাপটপ সার্ভিসিং দোকানে (মাল্টিপ্লান মার্কেট) যান ল্যাপটপ মেরামতের জন্য। দোকান থেকে বেরিয়ে বাসায় ফেরার কথা থাকলেও তিনি আর বাড়ি ফেরেননি।

IBN-News-Logo-Blue
By
IBN News
WE Are love for news
ছবি: সহধর্মিনী তানজিলা আক্তারের সাথে নাইমুর রহমান সিফাত।

ঢাকা, ২৩ জুলাই ২০২৫: রাজধানী ঢাকার মালিবাগ এলাকা থেকে নাইমুর রহমান সিফাত (২৯) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। গত ১৯ জুলাই ২০২৫, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তিনি নিখোঁজ হন বলে জানিয়েছেন তার স্ত্রী।আইবিএন নিউজকে এ সংবাদ নিশ্চিত করেছেন জেএসএফ নেতা হাজী আনোয়ার হোসেন লিটন।

নিখোঁজ সিফাত ল্যাপটপ সার্ভিসিং দোকানে (মাল্টিপ্লান মার্কেট) যান ল্যাপটপ মেরামতের জন্য। দোকান থেকে বেরিয়ে বাসায় ফেরার কথা থাকলেও তিনি আর বাড়ি ফেরেননি। সন্ধ্যার কিছুক্ষণ পর তার স্ত্রীকে ফোন করে জানান, “আমি এখন মালিবাগে আছি।” সেটাই ছিল তার শেষ কথোপকথন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং পরিবারের পক্ষ থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

নিখোঁজ সিফাতের সাথে ছিল: ১ টি মোবাইল ফোন, ২ টি ল্যাপটপ, কিছু নগদ অর্থ।

সিফাত নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বাদুলী মোল্লা পওন খাস বাড়ির নুর নবীর সন্তান ।বর্তমানে তিনি স্ত্রীসহ ঢাকার খিলগাঁওয়ের তিলপাপাড়ায় বসবাস করতেন।

তার স্ত্রী তানজিলা আক্তার (আনঞ্জুমান জারা) জানিয়েছেন, তারা নিকটস্থ থানা ও পরিচিত জায়গাগুলো খুঁজে দেখেছেন, তবে এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনায় উদ্বিগ্ন স্বজনরা তার সন্ধান পেতে সাধারণ মানুষের সহায়তা কামনা করেছেন।

যদি কেউ নাইমুর রহমান সিফাতকে দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য পান,নিম্নোক্ত নম্বর দুটিতে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে: ০১৭৪৩০৪২৭৫২, ০১৭১৬২৩২৪৭৩

পরিবার বলছে, “সিফাতের মতো একজন শান্ত ও দায়িত্ববান মানুষ হঠাৎ করে এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় আমরা চরমভাবে আতঙ্কিত ও দুশ্চিন্তায় আছি।

Share This Article
Follow:
WE Are love for news
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version