ঢাকায় স্বদেশ বিচিত্রা অফিসে দুর্বৃত্তদের হামলা, সম্পাদক অশোক ধরকে হত্যার হুমকি: নিউজ পোর্টাল জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিবাদ 

নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এ ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতার উপর হামলা হিসেবে উল্লেখ করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে।

IBN-News-Logo-Blue
By
IBN News
WE Are love for news
ছবি: সংগৃহীত।

ঢাকা, ২১ আগস্ট ২০২৫: রাজধানীর মতিঝিলে জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা ও পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধরকে হত্যার হুমকির ঘটনায় তীব্র প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেছে নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন ও ব্যক্তি।

গত শনিবার (১৬ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে ভূমিদস্যু ইমতিয়াজ উদ্দিন হিরনের নেতৃত্বে একদল সন্ত্রাসী স্বদেশ বিচিত্রার কার্যালয়ে প্রবেশ করে। তারা পত্রিকার স্টাফদের জোরপূর্বক বের করে দিয়ে অফিসে তালা ঝুলিয়ে দেয় এবং প্রকাশ্যে সম্পাদক অশোক ধরকে হত্যার হুমকি প্রদান করে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হামলাকারীদের মধ্যে ইমতিয়াজ উদ্দিন হিরন, আওয়ামী ঘনিষ্ঠ নান্নু এবং আরও দুজন অজ্ঞাত ব্যক্তি ছিলেন। তারা অফিসের পোস্টার ছিঁড়ে ফেলে এবং কর্মীদের হেনস্তা করে।

পত্রিকার বিশেষ প্রতিনিধি তৌহিদুল ইসলাম কনক এ ঘটনায় মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়েরের আবেদন করেছেন।

তৌহিদুল ইসলাম কনক জানান, হামলার সময় মতিঝিল থানার কিছু পুলিশ সদস্য উপস্থিত থাকলেও হামলাকারীরা নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালিয়ে যায়। তৌহিদুল ইসলাম কনক বলেন, “এই ঘটনায় আমাদের পত্রিকার সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। সম্পাদক, প্রকাশক ও স্টাফদের জীবনের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হয়েছে।”

অভিযোগে উল্লিখিত হামলাকারীদের মধ্যে রয়েছেন: ইমতিয়াজ উদ্দিন হিরন (৫১), দারুস সালাম, ঢাকা, ইমদাদুল হক (৫৬), মিরপুর, ঢাকা, খাঁন তারিকুল ইসলাম (৪৫), মিরপুর, ঢাকা, আমির বক্স মন্ডল (৫৫), ওয়ারী, ঢাকা,মোস্তাক আহমেদ (৬৪), লৌহজং, মুন্সিগঞ্জ।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি হাকিকুল ইসলাম খোকন এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ।

 এছাড়াও প্রতিবাদ জানিয়েছেন আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সাধারণ সম্পাদক হেলাল মাহমুদ, নিউইয়র্ক থেকে প্রকাশিত আইবিএন নিউজ এর সম্পাদক আয়েশা আক্তার রুবি, নির্বাহী সম্পাদক সেহলী পারভীন, সহযোগী সম্পাদক মীর দিনার হোসেন, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ও কলামিস্ট এমএ সালাম, ড. প্রদীপ রজ্ঞন কর, মোঃ নাসির, এবিএম সালেহ উদ্দিন, ওসমান গনি, মাহবুবুর রহমান মিলন, সুহাস বড়ুয়া, বিশ্বজিৎ সাহা, প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, এমএ করিম জাহাঙ্গীরসহ আরও অনেকে।

নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এ ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতার উপর হামলা হিসেবে উল্লেখ করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে। সংগঠনটি বলছে, এ ধরনের ঘটনা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মুক্ত মতপ্রকাশের অধিকারকে হুমকির মুখে ফেলেছে।

Share This Article
Follow:
WE Are love for news
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version