কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএ-এর ২৭তম বার্ষিক চড়ুইভাতি অনুষ্ঠিত 

কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএ-এর ২৭তম বার্ষিক চড়ুইভাতি ৬ জুলাই ২০২৫ তারিখে নিউইয়র্কের লং আইল্যান্ডের বেলমন্ড স্টেট পার্কে প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠিত হয়।

IBN-News-Logo-Blue
By
IBN News
WE Are love for news
কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএ-এর ২৭তম বার্ষিক চড়ুইভাতির অংশগ্রহণের ছবি।

কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএ-এর ২৭তম বার্ষিক চড়ুইভাতি ৬ জুলাই ২০২৫ তারিখে নিউইয়র্কের লং আইল্যান্ডের বেলমন্ড স্টেট পার্কে প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি তারক চন্দ্র পন্ডিত শতাধিক রঙিন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। নিউইয়র্ক ও ট্রাই-স্টেট এলাকা থেকে তিন শতাধিক প্রবাসী ও অভিবাসী বাংলাদেশি এতে অংশ নেন। খবর বাপসনিউজ

শহীদুল হাসানের পরিচালনায় ক্রীড়া প্রতিযোগিতায় ১২টি ইভেন্টে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। ক্রীড়া পরিচালনায় সহযোগিতা করেন এনামুল হক, তানভীর রায়হান মিঠু, জাহাঙ্গীর জামিল দিপু, ফয়সাল কবীর, ইবনে হিয়াম, শামীম হোসাইন, মোস্তফা বিন আব্দুল্লাহ, আশরাফুল আলম হিমেল, আবদুল করীম জুয়েল, রাজন দাস ও হাবিবুর রহমান জুয়েল। সুস্বাদু খাবার পরিবেশনে ছিলেন অধ্যক্ষ মোক্তার হোসেন, হাবিব রহমান হারুন, শহীদুল হাসান, জাহাঙ্গীর জামিল দিপু, শামীম হোসাইন, এনামুল হক, আনোয়ার উদ্দিন খান, মুহিবুর রশিদ সুজন ও ফয়সাল খান।

সাংস্কৃতিক পর্বে এনামুল হক, আবদুর রাজ্জাক ও হাবিব রহমান হারুন গান পরিবেশন করে দর্শকদের মন জয় করেন। র‍্যাফেল ড্রয়ে দুটি স্বর্ণালঙ্কার সহ দশটি পুরস্কার বিতরণ করা হয়। টিকিট বিক্রির দায়িত্বে ছিলেন ইভা আনোয়ার, ডলি রাজ্জাক, তানিয়া নাজির, রিপা জাহাঙ্গীর, তঠিনী রায়হান, শিরীন কামাল ও অধ্যাপক রোকেয়া মোক্তার।

পুরস্কার বিতরণী ও র‍্যাফেল ড্রয়ের আয়োজনে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান কামালের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করেন ট্রাস্টি বোর্ড সদস্য ফার্মাসিস্ট আবদুল আওয়াল সিদ্দিকী, ইঞ্জিনিয়ার ফজলুল হক, সাবেক ট্রাস্টি বোর্ড সদস্য হাবিব রহমান হারুন, জাইদুল কবীর খান, সাবেক সভাপতি আবদুর রাজ্জাক, শহীদুল হাসান, উপদেষ্টা অধ্যক্ষ মোক্তার হোসেন, নাজিম আহমেদ, আনোয়ার উদ্দিন খান, ইমরুল হাসান ফেরদৌস, রোকন উদ্দিন, এনামুল হক, সাধারণ সম্পাদক মুহিবুর রশিদ সুজন, চড়ুইভাতি ২০২৫-এর আহ্বায়ক তানভীর রায়হান মিঠু, সদস্য সচিব ফয়সাল খান, প্রচার সম্পাদক রাজন দাস, হক এন্ড সন্সের স্বত্বাধিকারী একেএম ফজলুল হক, মেডিহাবের স্বত্বাধিকারী তানিয়া ঝুমি, কালাম বাজার সুপার মার্কেটের কালাম এবং হক মেডিকেলের ডা. সায়েরা হক।

এই দিনব্যাপী অনুষ্ঠানটি কিশোরগঞ্জের প্রবাসী সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনের একটি প্রাণবন্ত মিলনমেলা ছিল।

Share This Article
Follow:
WE Are love for news
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version