ইরানের অভ্যন্তরে ইসরায়েলের হামলা, তিন শীর্ষ সামরিক কর্মকর্তাসহ ৬ পরমাণু বিজ্ঞানী নিহত 

ইরানের পারমাণবিক কর্মসূচিতে বাধা দিতে ইসরায়েল ইরানের উপর রাতভর চালানো ইসরায়েলের 'অপারেশন রাইজিং লায়ন' এ  ইরানের একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও অন্তত ৬ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।

IBN-News-Logo-Blue
By
IBN News
WE Are love for news
ছবি বাঁম থেকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান কমান্ডার হোসেইন সালামি এবং খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার ঘোলামালি রশীদ

তেহরান, ১৩ জুন ২০২৫: ইরানের পারমাণবিক কর্মসূচিতে বাধা দিতে ইসরায়েল ইরানের উপর রাতভর চালানো ইসরায়েলের ‘অপারেশন রাইজিং লায়ন’ এ  ইরানের একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও অন্তত ৬ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।

নিহত হয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান কমান্ডার হোসেইন সালামি এবং খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার ঘোলামালি রশীদ।

এছাড়া, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা আলি শামখানিও গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

ইসরায়েলি হামলায় যে ছয় পরমাণু বিজ্ঞানী নিহতের খবর নিশ্চিত করেছে ইরান:

ইরানের পারমাণবিক চুল্লি, ছবি: এপি

গত রাতে একাধিক ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত ছয় জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান। খবর বিবিসি

তাদের মাঝে সবচেয়ে পরিচিত নাম ফেরেয়দুন আব্বাসি, যিনি ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এইওআই-এর সাবেক প্রধান ছিলেন।

এছাড়া, নিহত হয়েছেন মোহাম্মদ মাহদি তেহরানচি। তিনি ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন এবং তেহরানের ইসলামিক আজাদ ইউনিভার্সিটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এই তালিকায় আরও আছেন আব্দোলহামিদ মিনৌচেহর, আহমাদ রেজা জোলফাঘারি ও আমিরহোসেইন ফেকহি। এদের প্রত্যেকেই তেহরানের শহীদ বেহেশতি ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন।

ষষ্ঠ জনের পুরো নাম এখনও প্রকাশ করা হয়নি। শুধু তার পদবী ‘মোতাল্লেবিজাদেহ’ উল্লেখ করা হয়েছে।

আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামির মৃত্যুতে আইআরজিসি’র বিবৃতি:

আইআরজিসি’র পতাকা, ছবি: সংগৃহীত

“আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি আজ শুক্রবার, ফার্সি ১৪০৪ সালের ২৩ খোরদাদ ভোর রাতে রাষ্ট্রের নিরাপত্তার স্পর্শকাতর দায়িত্ব পালনকালে শিশু হত্যাকারী বর্বর ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর হামলায় কয়েকজন দেহরক্ষীসহ শাহাদাতের উচ্চ মর্যাদা লাভ করেছেন।

আমরা তাঁর শাহাদাতে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ইমাম খামেনেয়ী (মুদ্দাজিল্লাহুল আলী), শহীদ হোসেইনি ও তাঁর দেহরক্ষীদের সম্মানিত পরিবারবর্গ, বৃহত্তর আইআরজিসি পরিবারসহ ইরানের সর্বস্তরের জনগণকে শোক ও অভিনন্দন জানাচ্ছি।”

“ইহুদিবাদী ইসরাইলের এই বর্বরোচিত হামলা সত্ত্বেও ইরানের বিপ্লবী জনগণকে এই বলে আশ্বস্ত করা যাচ্ছে যে, আইআরজিসি ইরানের অন্যান্য সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দখলদার ইহুদিবাদী সরকারকে কঠোর ও চূড়ান্ত জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে।

ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় ইরানের সেনাবাহিনীর বিবৃতি:

ইরান সেনাবাহিনী পতাকা, ছবি: সংগৃহীত

ইরানের স্বাধীনচেতা জনগণ!

রক্তপিপাসু, অত্যাচারী, শিশুহত্যাকারী জায়নিস্ট শাসকগোষ্ঠী আজ ইসলামী প্রজাতন্ত্র ইরানের আকাশসীমা লঙ্ঘন করেছে এবং আমাদের দেশের ভেতরে একাধিক স্থানে হামলা চালিয়েছে।

এখন পর্যন্ত আমরা যুদ্ধের পথ খোলার বিষয়টি এড়িয়ে চলেছি, কিন্তু সেনাবাহিনী এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (IRGC) একসঙ্গে এই জঘন্য আগ্রাসন ও আমাদের শহীদ ভাইদের পবিত্র রক্তপাত সহ্য করবে না। নেতানিয়াহুকে একটি তিক্ত শিক্ষা দেওয়া হবে।

আমাদের প্রিয় জনগণের প্রতি আহ্বান—শান্ত ও সংযত থাকুন। এই রেজিমের এজেন্টরা যেসব গুজব ছড়াতে পারে, তা প্রত্যাখ্যান করুন। সামরিক ঘাঁটি বা গারিসনে যাওয়া থেকে বিরত থাকুন এবং সর্বোচ্চ নেতার পক্ষ থেকে ঘোষিত জাতীয় কর্তব্যের মুহূর্তের জন্য প্রস্তুত থাকুন।

বর্তমানে সেনাবাহিনী ও বিপ্লবী গার্ড বাহিনীর যোদ্ধারা আকাশে যুদ্ধরত রয়েছে। পরবর্তী ফলাফলসমূহ যথাসময়ে ইরানি জাতিকে জানানো হবে।

Share This Article
Follow:
WE Are love for news
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version