আওয়ামী লীগের জন্ম হয়েছে সংগ্রামের জন্য, পথ চলা হোক সংগ্রামের মধ্য দিয়েই -অধ‍্যাপক হুসনে আরা বেগম

আওয়ামী লীগের জন্ম হয়েছে সংগ্রামের জন্য। পথ চলা হোক সংগ্রামের মধ্য দিয়েই। গত ২২ জুন, রবিবার, সন্ধ্যায় নিউইয়র্কের জ‍্যকসন হাইটসের ইটজি পার্টি হলে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬'তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার এবং সহযোগী অঙ্গ সংগঠন সমুহের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন লেখক এবং গবেষক ও অধ‍্যপাক হুসনে আরা বেগম।

IBN-News-Logo-Blue
By
IBN News
WE Are love for news
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬'তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন লেখক এবং গবেষক  অধ‍্যপাক হুসনে আরা বেগম

আওয়ামী লীগের জন্ম হয়েছে সংগ্রামের জন্য। পথ চলা হোক সংগ্রামের মধ্য দিয়েই। গত ২২ জুন, রবিবার, সন্ধ্যায় নিউইয়র্কের জ‍্যকসন হাইটসের ইটজি পার্টি হলে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬’তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার এবং সহযোগী অঙ্গ সংগঠন সমুহের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন লেখক এবং গবেষক  অধ‍্যপাক হুসনে আরা বেগম। খবর বাপসনিউজ

তিনি বলেন, আমরা মুক্তিযুদ্ধের মহা নায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন করেছিলাম অন‍্যায় ভাবে, জোরপূর্বক গায়ের জোরে ও মেটিকোলাস ডিজাইন ও মাষ্টার মাইন্ড এর মাধ্যমে মৌলবাদী শাসন দেখার জন‍্য। এর চেয়ে আমার মরণ অনেক ভাল ছিল ।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও বাকসু”র সাবেক জিএস বীর মুক্তিযোদ্ধা প্রদিপ রজ্ঞন করের সভাপতিত্বে ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক‍্যাপটেন (অবঃ)বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ড.আবু বকর, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী রমেশ চন্দ‍্ নাথ, বীরমুক্তিযোদ্ধা শওকত আকবর রীচি, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারী।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দীন দেওয়ান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃবখতিয়ার আলী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক উপ প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল ইসলাম লিটন, আওয়ামী লীগ নেতা আকতার হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন, শেখ হাসিনা মঞ্চের সভাপতি ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন জলিল, শেখ হাসিনা মঞ্চের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা কায়কোবাদ খান, আওয়ামী লীগ নেতা আলী হোসেন গজনবী, আওয়ামী লীগ নেতা একে চৌধুরী, আওয়ামী লীগ নেতা আতাউল গনি আসাদ, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আতিকুল ইসলাম, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কাশেম ভূঁইয়া, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নুরুজ্জামান সরদার, যুক্তরাষ্ট্র যুবলীগ আহবায়ক শেখ জামাল হোসেন, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, এডভোকেট তুষার, ফারুক, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সহ সভাপতি শহিদুল ইসলাম ও শাহ মাহিন এবং যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার প্রমুখ।

সভায় বক্তাাগন বলেন,বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তির দুত। গত ৭৬ বছরের আওয়ামী লীগের ইতিহাস নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ইতিহাস। পাকিস্তান ও বাংলাদেশের সকল অন্যায়-অবিচার ও স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে দেশ ও জাতিকে মুক্ত করার গৌরবময় ইতিহাসই আওয়ামী লীগের ঐতিহ্য। বাংলাদেশের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস।

আজ ও আগামীতেও আওয়ামী লীগ সেই ধারা অব্যাহত রাখবে। সবাইকে ৭৬তম জন্মদিনের প্রাণঢালা শুভেচ্ছা জানান বক্তাগন ।আলোচনা সভার শুরুতে ১৯৫২”র মহান ভাষা আন্দোলন ,৬২, ৬৪ এর ৬ দফা, এগারো দফা শিক্ষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলন, ৬৯ এর গনঅভ্যুত্থান, আগড়তলা ষড়যন্ত্র মামলা, ৭১এর মহান মুক্তিযুদ্ধ, ৭৫”র ১৫ই আগষ্ট স্বপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,৭৫”র ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিস্ঠুর ভাবে জাতীয় চারনেতা হত্যাকান্ড,  ২০০৪’র ২১ আগস্ট গ্রেনেড হামলাায় নিহত এবং সকল স্বৈরাচার বিরোধী এবং সকল গনতান্ত্রিক আন্দোলনে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী বীর এবং সম্ভ্রমহারা আড়াই লক্ষাধীক মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

সভাশেষে সবাইকে নৈশ ভোজে আপ্যায়ন করা হয়।রাত ১২টা ১ মিনিট ২৩ জুন ২০২৫, সোমবার ভোর রাতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি ড. প্রদীপ রজ্ঞন কর ।

Share This Article
Follow:
WE Are love for news
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version