বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে বৃক্ষরোপণ কাজে ১০৫ শ্রমিকের ভিসা অনুমোদন

২০২৪ সালের জুন মাসে ক্যালিফোর্নিয়ার তিনটি শহরে বৃক্ষরোপণ কার্যক্রমের জন্য ক্যালিফোর্নিয়া লেবার কমিশনের (DIR) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সমর্থনে সম্পন্ন হয়। এই চুক্তির আওতায় ১০৫ জন শ্রমিকের জন্য ভিসা ইস্যু করা হয়েছে।

IBN-News-Logo-Blue
By
IBN News
WE Are love for news
ছবি সংগৃহীত।

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৈশ্বিক প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ থেকে ১০৫ জন শ্রমিক যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বৃক্ষরোপণ ও বাগান রক্ষণাবেক্ষণের কাজে যোগ দিতে যাচ্ছেন। জাতিসংঘ নিবন্ধিত আন্তর্জাতিক সংস্থা “ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউস ইফেক্ট লিমিটেড” এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের দক্ষ শ্রমিকদের আন্তর্জাতিক পর্যায়ে কাজের সুযোগ করে দিচ্ছে।

এই প্রকল্পের অধীনে সংস্থাটি ইতোমধ্যে বাংলাদেশে ৩০০ জনেরও বেশি শ্রমিককে প্রশিক্ষণ দিয়েছে। প্রথম ধাপে ১০৫ জন শ্রমিককে ক্যালিফোর্নিয়ায় পাঠানোর জন্য “ইবি-৩” (EB-3) এবং “এইচ-২এ” (H-2A) ক্যাটাগরিতে ভিসা অনুমোদন করা হয়েছে। এইচ-২এ ভিসা মৌসুমি কৃষিভিত্তিক কাজের জন্য বৈধভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার সুযোগ প্রদান করে।

২০২৪ সালের জুন মাসে ক্যালিফোর্নিয়ার তিনটি শহরে বৃক্ষরোপণ কার্যক্রমের জন্য ক্যালিফোর্নিয়া লেবার কমিশনের (DIR) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সমর্থনে সম্পন্ন হয়। এই চুক্তির আওতায় ১০৫ জন শ্রমিকের জন্য ভিসা ইস্যু করা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ ভিসা লেটার পাঠানো হয়েছে। এই শ্রমিকরা আগামী ২৫ থেকে ৩০ জুলাই ২০২৫-এর মধ্যে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে ভিসা গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

এই উদ্যোগে জাতিসংঘের “ক্লাইমেট চেইঞ্জ” বিভাগ এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) কারিগরি ও নীতিগত সহায়তা প্রদান করছে। “ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউস ইফেক্ট লিমিটেড” এর চেয়ারম্যান নুর কামাল বলেন, “বাংলাদেশ সরকারের সহযোগিতা এবং শ্রমিকদের নিষ্ঠার ফলে এই সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতে আরও দক্ষ জনশক্তিকে আন্তর্জাতিক পর্যায়ে কাজের সুযোগ করে দেওয়ার জন্য আমরা কাজ করে যাব।”

এই উদ্যোগ বাংলাদেশের যুবশক্তির জন্য নতুন কর্মসংস্থানের পথ উন্মোচন করবে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের অবদানকে বিশ্ব দরবারে তুলে ধরবে।

Share This Article
Follow:
WE Are love for news
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version