বর্নাঢ্য আয়োজনে নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে বাংলা নববর্ষ-১৪৩২ ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

হাজার বছরের ঐতিহ্যে লালিত বাঙালির সমৃদ্ধ চেতনার মূল প্রেরণা আমাদের প্রাণের বৈশাখী উৎসব। গোষ্ঠী-বর্ণ-ধর্ম-জাতি নির্বিশেষে এটি বাংলার সকল মানুষের সার্বজনীন উৎসব। -কনসাল জেনারেল এম. মোজাম্মেল হক।

IBN-News-Logo-Blue
By
IBN News
WE Are love for news
২৭ জুন, নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে বাংলা নববর্ষ-১৪৩২ ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবনিযুক্ত কনসাল জেনারেল এম. মোজাম্মেল হক।

আইবিএন রিপোর্ট: বাংলা নববর্ষ-১৪৩২ এবং রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্কে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৭ জুন, শুক্রবার বিকাল ৫:৩০ ঘটিকায় লং আইল্যান্ড সিটির ৩১-১০ ৩৭তম এভিনিউ, স্যুইট #২০১-এ অবস্থিত কনস্যুলেট প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খবর বাপসনিউজ

কনস্যুলেটের হেড অফ চ্যান্সেলরি ও কাউন্সিলর ইশরাত জাহানের সার্বিক উপস্থাপনা ও পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবনিযুক্ত কনসাল জেনারেল এম. মোজাম্মেল হক। তিনি বলেন, “নতুন আশা, নতুন উদ্দীপনা আর নতুন প্রতিশ্রুতি নিয়ে নববর্ষ আমাদের মাঝে এসেছে। বিগত দিনের সকল হতাশা, দুঃখ, বেদনা ও গ্লানি পেছনে ফেলে জীবনের জয়গানের বার্তা নিয়ে এসেছে এই নববর্ষ।” তিনি আরও উল্লেখ করেন, “হাজার বছরের ঐতিহ্যে লালিত বাঙালির সমৃদ্ধ চেতনার মূল প্রেরণা আমাদের প্রাণের বৈশাখী উৎসব। গোষ্ঠী-বর্ণ-ধর্ম-জাতি নির্বিশেষে এটি বাংলার সকল মানুষের সার্বজনীন উৎসব।”

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রখ্যাত সংগীতশিল্পী রিজিয়া পারভীন, রেশমী মির্জা, তমা সাহা এবং বাউল শিল্পী শাহীন হোসেন। তাঁদের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শক-শ্রোতাদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানে আগত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, কবি, সাংবাদিক, সাহিত্যিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন দেশের কূটনৈতিক ব্যক্তি এবং কমিউনিটির নেতৃবৃন্দদের একাংশ।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, কবি, সাংবাদিক, সাহিত্যিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন দেশের কূটনৈতিক ব্যক্তি এবং কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য মজাদার ও রকমারি খাবারের আয়োজনে নৈশভোজের ব্যবস্থা করা হয়, যা বিশেষভাবে প্রশংসিত হয়।

এই আয়োজন বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির গভীর মমত্ব ও গর্বের প্রতিফলন ঘটায়।

Share This Article
Follow:
WE Are love for news
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version