নিউইয়র্কে নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের দুই দিনব্যাপী ইসলামিক কনভেনশন অনুষ্ঠিত

“বর্তমানের বস্তুবাদ ও ভোগবাদী বিশ্বে নৈতিকভাবে শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে ধর্মীয় চর্চার কোনো বিকল্প নেই”– এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই কনভেনশন মুসলিম উম্মাহর ঐক্য, আধ্যাত্মিকতা ও নৈতিকতার উপর গুরুত্বারোপ করা হয়েছে এই সম্মেলন থেকে।

IBN-News-Logo-Blue
By
IBN News
WE Are love for news
গত ২৮ জুন নিউইয়র্কের আলবেনী সিটির ইম্পায়ার স্টেট প্লাজা হলে নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স (এনএএমএ) আয়োজিত দুই দিনব্যাপী ইসলামিক কনভেনশনের উদ্বোধনে আমন্ত্রিত অতিথিরা

সেহলী পারভীন : গত ২৮ ও ২৯ জুন নিউইয়র্কের আলবেনী সিটির ইম্পায়ার স্টেট প্লাজা হলে নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স (এনএএমএ) আয়োজিত দুই দিনব্যাপী ইসলামিক কনভেনশন সম্পন্ন হয়েছে। “বর্তমানের বস্তুবাদ ও ভোগবাদী বিশ্বে নৈতিকভাবে শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে ধর্মীয় চর্চার কোনো বিকল্প নেই”– এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই কনভেনশন মুসলিম উম্মাহর ঐক্য, আধ্যাত্মিকতা ও নৈতিকতার উপর গুরুত্বারোপ করেছে।

উদ্বোধন ও প্রথম দিনের কার্যক্রম:

কনভেনশনের প্রথম দিন সকাল ১১টায় শায়খ সাইফুল আযম আল আযহারীর সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হয়। এরপর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী আহমদ বিন ইউসুফের কোরআন তেলাওয়াত কনভেনশনের আধ্যাত্মিক পরিবেশকে আরও সমৃদ্ধ করে। প্রথম দিনের গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডার দরবার শরিফের গাউসিয়া হক মনজিলের সম্মানিত সাজ্জাদানশীন ও শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি রাহবারে আলম হযরত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম. জি. আ.)।

ছবি: দুই দিন ব্যাপি নিউইয়র্কে অনুষ্ঠিত হওয়া ‘নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স’ সম্মেলনের এর প্রথম পর্বের প্রধান অতিথি শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারীকে ফুলেল শুভেচ্ছা জানান আয়োজক কমিটি।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “আমাদের সামাজিক কাঠামো ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। বিভিন্ন মাযহাব ও তরিকার বৈচিত্র্য আমাদের সমাজকে সমৃদ্ধ করে, কিন্তু পারস্পরিক আন্তরিকতার অভাব ও বিশ্বাসঘটিত সংকট আমাদের দুর্বল করছে। তাসাওউফের শিক্ষা এই সংকট কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, কারণ এটি নৈতিকতা, আধ্যাত্মিকতা এবং আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক গঠনের উপর জোর দেয়।” তিনি এই কনভেনশনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

বক্তব্য ও সেশন:

প্রথম দিনের অধিবেশনে বক্তব্য রাখেন শায়খ গোলাম রসুল, শায়খ ড. নুর মোহাম্মদ কাব্বানী এবং শায়খ ড. ইয়াহিয়া নিনবি। এছাড়া গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন ড. সৈয়দ ইরশাদ আহমদ আল বুখারী। দিনের শেষে শায়খ সাইফুল আযম আল আযহারীর সমাপনী বক্তব্য, মিলাদ-কিয়াম ও মুনাজাতের মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম সমাপ্ত হয়। এছাড়া নারী, শিশু ও তরুণদের জন্য আলাদা আলাদা সেশন আয়োজিত হয়, যা কনভেনশনের বৈচিত্র্য ও সর্বজনীনতাকে আরও উজ্জ্বল করে। এই সেশনগুলোতে ইসলামী শিক্ষা, নৈতিকতা এবং আধ্যাত্মিক উন্নয়নের উপর গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

কনভেনশনের তাৎপর্য:

এই কনভেনশন মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য, আধ্যাত্মিক জাগরণ এবং নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে, যেখানে বস্তুবাদ ও ভোগবাদ মানুষের মানসিকতাকে প্রভাবিত করছে, তাসাওউফ ও ইসলামী শিক্ষার মাধ্যমে নৈতিক ও আধ্যাত্মিক ভিত্তি মজবুত করার বার্তা এই কনভেনশন থেকে প্রচারিত হয়েছে। নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের এই উদ্যোগ উত্তর আমেরিকার মুসলিম সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় ও সামাজিক ঐক্যের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। আগামী বছরগুলোতে এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।

Share This Article
Follow:
WE Are love for news
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version