নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ২৯ জুন শিল্পকলা একাডেমি ইউএসএ এর একযুগ পূর্তি অনুষ্ঠান 

বাংলাদেশের সংস্কৃতি বিকাশে কাজ করে চলেছেন এই সংগঠন একযুগ যাবত। অলাভজনক, অসাম্প্রদায়িক ও অরাজনৈতিক এই সাংস্কৃতিক সংগঠন ,বাংলা ভাষা ও সংস্কৃতিকে সারা বিশ্বে তুলে ধরতে তাদের এই প্রয়াস।

IBN-News-Logo-Blue
By
IBN News
WE Are love for news
শিল্পকলা একাডেমি ইউএসএ

হাঁটি হাঁটি পা পা করে শিল্পকলা একাডেমি ইউএসএ ১২টি বছর পার করেছে। প্রবাসের শিল্পি, কবি, সাংবাদিক, সাহিত্যিক লেখক, প্রিন্ট মিডিয়া এবং পোর্টাল মিডিয়া সহ সকল পেশাজীবি মানুষের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন সংগঠনটি এবং সকলের জন্য এই আয়োজন। খবর বাপসনিউজ

২৯ জুন, ২০২৫, রবিবার সন্ধ্যা ৭ টায় সকল প্রবাসীদের ৩৭-০৬ ৭৭ স্ট্রীট, জ্যাকসন হাইটস, নিউইয়র্কে উপস্থিতি কামনা করেছেন অনুষ্ঠানের আয়োজকগণ।

শিল্পকলা একাডেমি, ইউএসএ এর অনুষ্ঠান আয়োজনের প্লায়ার।

মা, মাটি মানুষের বিচ্ছেদ থেকেই প্রবাস জীবনে একেক ভাবে প্রকাশিত হয় নানাবিধ সংগঠন। বাংলাদেশের সংস্কৃতি বিকাশে কাজ করে চলেছেন এই সংগঠন একযুগ যাবত। অলাভজনক, অসাম্প্রদায়িক ও অরাজনৈতিক এই সাংস্কৃতিক সংগঠন ,বাংলা ভাষা ও সংস্কৃতিকে সারা বিশ্বে তুলে ধরতে তাদের এই প্রয়াস।

সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছেন প্রেসিডেন্ট ও ফাউন্ডার শিল্পকলা একাডেমি ইউএসএ”র পক্ষথেকে মনিকা রায় চৌধুরী ও সাধারন সম্পাদক অমিত সাহা ।

Share This Article
Follow:
WE Are love for news
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version