এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ কখনো ভোলা যাবে না। তিনি জানান, রাষ্ট্র শহীদদের পরিবারের পাশে থাকবে এবং তাদের স্মৃতি যুগের পর যুগ ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। রোববার সকালে নারায়ণগঞ্জের নয়ামাটি এলাকায় শহীদ রিয়া গোপের বাড়িতে গিয়ে তিনি এ কথা বলেন।
শারমীন মুরশিদ রিয়ার মা বিউটি গোপের সঙ্গে সাক্ষাৎ করে তাকে আশ্বাস দেন যে, রিয়ার হত্যার বিচার নিশ্চিত করা হবে। তিনি বলেন, “ছোট্ট রিয়ার নামে একটি স্টেডিয়াম করা হয়েছে। সেখানে যখন বাচ্চারা খেলতে যাবে, তখন যুগের পর যুগ রিয়ার নাম বেঁচে থাকবে। তারা জিজ্ঞেস করবে, এই নাম কেন দেওয়া হলো? তখন রিয়ার গল্প সবাই জানবে।” তিনি আরও জানান, স্টেডিয়ামে একটি বিশেষ কর্নার থাকবে, যেখানে জুলাই আন্দোলনে শহীদ শিশু ও নারীদের নাম স্মরণ করা হবে।
উপদেষ্টা আরও বলেন, “এই আন্দোলনে ১১ জন নারী এবং ১৩৫টি শিশু শহীদ হয়েছে। আমরা চাই তাদের পরিবারের চোখের জল মুছতে। সব শহীদের বাড়িতে যাওয়া সম্ভব না হলেও আমরা তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিশ্রুতিবদ্ধ।” এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে উপদেষ্টা সিদ্ধিরগঞ্জে আরেক শহীদ সুমাইয়া আক্তার সিমুর বাড়িতে যান। সেখানে তিনি সুমাইয়ার পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান এবং তাদের খোঁজখবর নেন।
শারমীন মুরশিদ জানান, পুরো জুলাই মাসটি এই আন্দোলনের শহীদদের স্মরণে উৎসর্গ করা হয়েছে। তিনি বলেন, “আমরা শহীদদের পরিবারের কাছে গিয়ে বলতে চাই—‘আমরা তোমাদের ভুলিনি এবং ভুলব না।’ তাদের আত্মত্যাগের জন্য রাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করবে। এ দেশের মানুষও তাদের স্মরণে রাখবে।”