নারায়ণগঞ্জে জুলাই শহীদদের স্মরণে প্রথম স্মৃতিস্তম্ভ উদ্বোধন

২০২৪ সালের পাঁচ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে অর্জিত বিজয়ের প্রথম বার্ষিকী উপলক্ষে সারাদেশে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে। নারায়ণগঞ্জে প্রথম স্মৃতিস্তম্ভটি এই উদ্যোগের অংশ।

IBN-News-Logo-Blue
By
IBN News
WE Are love for news
ছবি: সংগৃহীত ।

নারায়ণগঞ্জ, ১৪ জুলাই ২০২৫: নারায়ণগঞ্জ জেলার হাজীগঞ্জে ১৪ জুলাই, সোমবার বেলা ৩টায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়ার তত্ত্বাবধানে এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বাস্তবায়নে এটি দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ।
২০২৪ সালের পাঁচ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে অর্জিত বিজয়ের প্রথম বার্ষিকী উপলক্ষে সারাদেশে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে। নারায়ণগঞ্জে প্রথম স্মৃতিস্তম্ভটি এই উদ্যোগের অংশ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে শহীদ পরিবার ও যুদ্ধাহতরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। অতিথিরা শ্রদ্ধা নিবেদনের পর বক্তব্যে জুলাই অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখার এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শহীদ ও আহতদের জন্য দোয়া করা হয়।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে ৫৬ জন শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছি। তাদের সম্মানে নারায়ণগঞ্জ থেকে এই স্মৃতিস্তম্ভ স্থাপন শুরু হলো।”

ড. আসিফ নজরুল বলেন, “নারায়ণগঞ্জের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। এ আন্দোলনে নির্মমভাবে হত্যার শিকার শহীদদের বিচার নিশ্চিত করা হবে।”

আদিলুর রহমান খান বলেন, “শহীদদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত এই প্রথম স্মৃতিস্তম্ভ তাদের প্রতি আমাদের শ্রদ্ধার প্রতীক।”

স্মৃতিস্তম্ভের ফলকে নারায়ণগঞ্জে শহীদ হওয়া ২১ জনের নাম উল্লেখ রয়েছে, যার মধ্যে রয়েছেন রিয়া গোপ, মো. রোমান, আরমান মোল্লা, মো. ইরফান ভূঁইয়া, মো. তুহিন, মো. মহসিন, মো. জনি, ইব্রাহিম, মো. স্বজন, মো. আদিল, পারেজ হাওলাদার, মোহাম্মদ ফারহানুল ইসলাম ভুঁইয়া, সোলায়মান, ইমরান হাসান, হযরত বিল্লাল, শফিকুল প্রমুখ।

Share This Article
Follow:
WE Are love for news
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version