দূর্ঘটনা রোধে বাস চালক ও হেলপারদের প্রশিক্ষণ, ডাটাবেজ তৈরি ও পোশাক বিতরণ করবে না’গঞ্জ জেলা প্রশাসন

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “সার্বিক সড়ক ব্যবস্থাপনাকে ঢেলে সাজাতে আমরা কাজ করে যাচ্ছি। নারায়ণগঞ্জের সকল বাস চালক ও হেলপারদের প্রশিক্ষণ, ডাটাবেজ তৈরি, নিয়োগপত্র প্রদান এবং পোশাক বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।”

IBN-News-Logo-Blue
By
IBN News
WE Are love for news
ছবি: ২০ আগস্ট ২০২৫ নারায়ণগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও বিআরটিএ’র উদ্যোগে আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখছেন না'গঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া।

এস এম জহিরুল ইসলাম: নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসন এবং সড়ক দুর্ঘটনায় নাগরিকদের অকাল মৃত্যু প্রতিরোধের লক্ষ্যে বাস চালক ও হেলপারদের নিয়ে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট ২০২৫) সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও বিআরটিএ’র উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।

গ্রীণ এন্ড ক্লিন কর্মসূচির আওতায় আয়োজিত এই কর্মশালায় শহরে চলাচলকারী বিভিন্ন পরিবহনের বাস চালক ও হেলপাররা অংশগ্রহণ করেন। দক্ষ ও অভিজ্ঞ ট্রেইনারদের মাধ্যমে তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, এই প্রশিক্ষণ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “সার্বিক সড়ক ব্যবস্থাপনাকে ঢেলে সাজাতে আমরা কাজ করে যাচ্ছি। নারায়ণগঞ্জের সকল বাস চালক ও হেলপারদের প্রশিক্ষণ, ডাটাবেজ তৈরি, নিয়োগপত্র প্রদান এবং পোশাক বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, চালকদের পরিচয়পত্র প্রদান, লাইসেন্স যাচাই এবং ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল বন্ধের লক্ষ্যে এই কার্যক্রম শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এর ফলে সড়ক দুর্ঘটনা ও অকাল মৃত্যু কমানো সম্ভব হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মুহম্মদ মশিউর রহমান, বিআরটিএ’র সহকারী পরিচালক প্রকৌশলী মাহবুবুর রহমান, ট্রাফিক পুলিশের টিআই আব্দুল করিমসহ বিভিন্ন পর্যায়ের বাস মালিক ও সরকারি কর্মকর্তারা।

এই উদ্যোগ নারায়ণগঞ্জের সড়ক ব্যবস্থাপনায় একটি টেকসই ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Share This Article
Follow:
WE Are love for news
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version