জনবান্ধব রাজনীতির দাবীতে ৭৭’তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করেছে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল

জনবান্ধব রাজনীতির দাবীতে ১০ ডিসেম্বর ২০২৫ (বুধবার) সারাদেশে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করেছে। এ দিন সংস্থাটির কেন্দ্রীয় পর্ষদ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) থেকে র‌্যালি বের করে জাতীয় প্রেসক্লাবে যাত্রা শেষ করে।

IBN-News-Logo-Blue
By
IBN News
WE Are love for news
ছবি: জাতীয় প্রেসক্লাবের সামনে ৭৭’তম বিশ্ব মানবাধিকার দিবসে বক্তব্য রাখছেন সেহলী পারভীন।

ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৫: জনবান্ধব রাজনীতির দাবীতে ১০ ডিসেম্বর ২০২৫ (বুধবার) সারাদেশে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উদযাপন করেছে। এ দিন সংস্থাটির কেন্দ্রীয় পর্ষদ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) থেকে র‌্যালি বের করে জাতীয় প্রেসক্লাবে যাত্রা শেষ করে।

বর্ণাঢ্য র‍্যালি শেষে হিউম্যান এইড ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মহাসচিব ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মী সেহলী পারভী ‘জনবান্ধব রাজনীতি’কে প্রতিপাদ্য করে একটি প্রভাবশালী বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তব্যে তুলে ধরেন —রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কল্যাণ এবং মানবাধিকারের সুরক্ষা—যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক।

উপস্থিত বক্তারা মানবাধিকার, সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলো পঞ্চায়েত ও বিভিন্ন এজেন্ডা পালন না করে প্রকৃত মানবাধিকারকর্মী সৃষ্টি করার পদক্ষেপ গ্রহণ করার কথা এবং পথে থাকা মানুষের কথা, ক্ষুধার্ত মানুষের কথা ভুল চিকিৎসায় মৃত্যুর মিছিলের সংখ্যা কমিয়ে আনার কথা বলেন।

এছাড়া ধর্ষণের বিচার বিশেষ ট্রাইব্যুনালের দাবীর পাশাপাশি ফুটপাত দখল, ভেজাল ওষুধ, নারী-শিশু নির্যাতন, বাল্যবিবাহ, মাদক, গণধর্ষণের মতো জ্বলন্ত সমস্যার বিরুদ্ধে গুরুত্বারোপ করেন।

হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর ভাইস চেয়ারম্যান খান আমজাদ হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এর ডিরেক্টর ব্যুরো অব বিজনেস রিসার্চ অধ্যাপক এবিএম শহিদুল ইসলাম, প্রধান বক্তা বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বিশেষ বক্তা গণস্বাস্থ্য ক্যান্সার গবেষক ও ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ড. সৈয়দ হুমায়ূন কবির, সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান, দৈনিক প্রাণের বাংলাদেশ এর প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

Share This Article
Follow:
WE Are love for news
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version